নয়াদিল্লি: গত ২৮ সেপ্টেম্বর থেকে চালু হয়েছে আইসিসি-র নতুন নিয়ম। তার আগেই ভারত-অস্ট্রেলিয়া একদিনের সিরিজ শুরু হয়ে যাওয়ায় সেই সিরিজে প্রযোজ্য হয়নি নতুন নিয়ম। তবে গতকাল টি-২০ সিরিজের প্রথম ম্যাচে কার্যকর হয় নতুন নিয়ম। দু’দলের ক্রিকেটাররাই অবশ্য বিষয়টি জানতেন না। ফলে নিয়ম নিয়ে তাঁরা ধন্দে পড়ে যান।
আইসিসি-র নয়া নিয়মে টেস্ট ও একদিনের ম্যাচের মতোই টি-২০ ম্যাচেও ডিসিশন রিভিউ সিস্টেম (ডিআরএস) প্রয়োগ করা যাবে। এছাড়া কোনও ম্যাচে ওভার সংখ্যা যদি ১০-এর কম হয়, তাহলে একজন বোলার ২ ওভারের কম বল করতে পারবেন না। ফলে গতকাল ভারতের ইনিংসে ওভার সংখ্যা ৬ হওয়ায় নিয়ম অনুযায়ী অস্ট্রেলিয়ার তিনজন বোলারেরই বল করার কথা ছিল। কিন্তু একমাত্র নাথান কুল্টার-নাইলই ২ ওভার বল করেন। জেসন বেহেরেনডফ, অ্যান্ড্রু টাই, অ্যাডাম জাম্পা ও ড্যান ক্রিশ্চিয়ান এক ওভার করে বল করেন। রিভিউয়ের বিষয়টিও জানতেন না অস্ট্রেলিয়ার ক্রিকেটাররা।
অস্ট্রেলিয়ার ওপেনার অ্যারন ফিঞ্চ বলেছেন, ‘পঞ্চম ওভার পর্যন্ত আমি জানতাম না রিভিউ নেওয়া যাবে। স্টিভ স্মিথ জলপানের বিরতিতে এসে রিভিউয়ের কথা বলে। তার আগে কেউ এ বিষয়ে কিছু বলেনি। স্মিথ বলার পর আমি আম্পায়ারদের জিজ্ঞাসা করি। এই সিরিজে নয়া নিয়ম চালু হওয়া আশ্চর্যজনক। আমার মনে হচ্ছে এই সিরিজে এই নিয়ম চালু হওয়া অদ্ভুত।’
ভারতের ওপেনার শিখর ধবনও নতুন নিয়ম নিয়ে ধন্দে। তিনি বলেছেন, ‘আমার মনে হয় অস্ট্রেলিয়ানরা নিয়মে ধারাবাহিকতার অভাব অনুভব করছে। কিন্তু নিয়ম মানতেই হবে। আমি জানি না ওরা নির্দিষ্ট কোন নিয়মের কথা বলছে। কিন্তু নতুন নিয়ম তো চালু হয়েছে।’
আইসিসি-র নয়া নিয়ম নিয়ে ধন্দে ফিঞ্চ, ধবনরা
Web Desk, ABP Ananda
Updated at:
08 Oct 2017 04:03 PM (IST)
NEXT
PREV
খেলা (sports) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -