নয়াদিল্লি: কিছুদিন আগে সৌরভ গঙ্গোপাধ্যায় বলেছেন, অস্ট্রেলিয়ার বিরুদ্ধে আসন্ন টেস্ট সিরিজে ভারত ৪-০ জিতবে। প্রায় সেই সুরেই এবার হরভজন সিংহ দাবি করলেন, অস্ট্রেলিয়া যদি ভাল খেলে, তাহলে ভারতের পক্ষে সিরিজের ফল হবে ৩-০। না হলে ভারত ৪-০ জিতবে।


টেস্টে এখন এক নম্বর দল ভারত। টানা ১৯ টেস্টে অপরাজিত বিরাট কোহলির দল। অস্ট্রেলিয়ার বিরুদ্ধে এই সিরিজেও ভারতের অপরাজেয় তকমা বজায় থাকবে বলেই আশা হরভজনের। তাঁর মতে, এই সিরিজে অস্ট্রেলিয়ার জয়ের কোনও সম্ভাবনাই নেই। ভারত সহজেই জিতে যাবে।

এই সিরিজ প্রসঙ্গে ২০০১ সালে ভারত-অস্ট্রেলিয়া সিরিজের নায়ক বলেছেন, ‘আমার মনে হয় ভারতের উইকেটে খেলা অস্ট্রেলিয়ার পক্ষে সহজ হবে না। প্রথম থেকেই যদি বল ঘুরতে শুরু হয়, তাহলে অজি ব্যাটসম্যানরা বেশিক্ষণ উইকেটে টিকতে পারবে না।’

হরভজনের মতে, অস্ট্রেলিয়ার বর্তমান দলে অতীতের মতো ভাল মানের ব্যাটসম্যান নেই। ম্যাথু হেডেন, অ্যাডাম গিলক্রিস্ট, রিকি পন্টিং, ড্যামিয়েন মার্টিন, মাইকেল ক্লার্কের মতো ব্যাটসম্যান নেই এই দলে। এমনকী, বর্তমান অজি দলের স্পিনারদেরও গুরুত্ব দিতে নারাজ হরভজন। তাঁর মতে, এই সিরিজে অজি স্পিনাররা ভারতীয় ব্যাটসম্যানদের বিপদে ফেলতে পারবেন না।