আইপিএলে ভালো খেললে বিশ্বকাপ স্কোয়াডের দরজা খুলে যেতে পারে, বললেন রাহানে
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ | 16 Mar 2019 06:32 PM (IST)
জয়পুর: ভারতের একদিনের ক্রিকেট দলে ব্যাটিং অর্ডারে চার নম্বর ব্যাটসম্যান নিয়ে জোর জল্পনা চলছে। বিশ্বকাপ আর কিছুদিন পরেই। সেজন্যই অধিনায়ক বিরাট কোহলি ও কোচ রবি শাস্ত্রীর নজর এখন আইপিএলের দিকে নিবদ্ধ থাকবে বলেই মনে করা হচ্ছে। আইপিএলে পারফরম্যান্সের ভিত্তিতেই চার নম্বর ব্যাটসম্যান বেছে নেওয়া যেতে পারে। ব্যাটিং অর্ডারে এই পজিশনের জন্য নিজেকে উপযুক্ত মনে করেন আইপিএলের দল রাজস্থান রয়্যালসের অধিনায়ক আজিঙ্কা রাহানে। এদিন সংবাদমাধ্যমের সঙ্গে কথা বলতে গিয়ে রাহানে বলেছেন, বিশ্বকাপ নিয়ে বেশি কিছু তিনি ভাবছেন না। আইপিএলে ভালো পারফর্ম করতে পারলেই বিশ্বকাপ দলের দরজা খুলে যেতে পারে বলে তিনি মনে করছেন। রাহানে বলেছেন, বিশ্বকাপ স্কোয়াডে জায়গা পাওয়া নিয়ে এই চিন্তার বদল হবে না। কারণ, ক্রিকেটটাই তো খেলা হচ্ছে, তা আইপিএল-ই হোক বা অন্য কোনও টুর্নামেন্ট। রান করতে হবে এবং দলের জন্য ভালো পারফর্ম করতে হবে। সবচেয়ে বড় কথা হল, রাজস্থান রয়্যালস নিয়ে চিন্তাভাবনা করতে হবে। আইপিএলে ভালো পারফর্ম করতে পারলে বিশ্বকাপের স্কোয়াডের জন্য দরজা খুলে যাবে। রাহানে জানিয়েছেন, রাজস্থান রয়্যালয়ের অধিনায়ক হিসেবে বাড়তি কোনও চাপ তিনি অনুভব করছেন না। গত বছরটা দলের পক্ষে ভালো গিয়েছিল। দু বছর বাদে প্রত্যাবর্তন করছিল দল। এই মরশুমে সম্মিলিত পারফরম্যান্স তুলে ধরাই গুরুত্বপূর্ণ।