নয়াদিল্লি: ইংল্যান্ড সফরে ওয়ান ডে এবং টি-টোয়েন্টি সিরিজ ২-১ ব্যবধানে নিজেদের নামে করেছে ভারতীয় দল (Indian Cricket Team)। তবে গোটা সফর জুড়েই বিরাট কোহলির (Virat Kohli) ব্যাটে রানের খরা চোখে পড়ে। ধারাবাহিকভাবে কোহলির ব্যর্থতার জেরে ভারতীয় একাদশে তার জায়গা পাওয়া নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে।


ইংল্যান্ড সফরে তিন ফর্ম্যাটে মোট ছয়টি ইনিংস খেলেন কোহলি। এই ছয় ইনিংসে তার মোট সংগ্রহ ৭৬ রান। প্রায় তিন বছর হতে চলল আন্তর্জাতিক ক্রিকেটে তার একটিও শতরান আসেনি। অফ স্টাম্পের বাইরের বলে একইভাবে বারংবার খোঁচা দিয়ে আউট হচ্ছেন কোহলি। এমন পরিস্থিতিতে কীভাবে নিজের এই দুর্বলতাকে দূর করে ফর্মে ফিরবেন প্রাক্তন ভারতীয় অধিনায়ক, এই প্রশ্ন সবার মুখে মুখে। কোহলিকে সাহায্য করতে এগিয়ে এলেন প্রাক্তন ভারতীয় অধিনায়ক তথা কিংবদন্তি ব্যাটার সুনীল গাওস্কর (Sunil Gavaskar)।


প্রয়োজন ২০ মিনিট


গাওস্কর বলেন, 'আমাকে যদি ওর সঙ্গে ২০ মিনিট কথা বলার সুযোগ দেওয়া হয়, তাহলেই আমি ওকে কী করতে হবে. না করতে হবে সেইসব বিষয়টা স্পষ্ট করে বুঝিয়ে দিতে পারি। এটা ওর জন্য লাভদায়ক হতে পারে। এটা বলছি না যে আমার পরামর্শ নিলেই ও সাফল্য পেয়ে যাবে, তবে ওর কিছুটা সুবিধা তো হতেই পারে। বিশেষ করে অফ স্টাম্পের বাইরের বল খেলতে ওর যে সমস্যা হচ্ছে, সেটার সমাধান হতে পারে। আমি নিজেই তো ওপেনিং ব্যাটার ছিলাম এবং ওই লাইনের বল খেলতে আমারও এক সময় একটু সমস্যাই হত। তাই নিজেও আমি কিছু কিছু জিনিসপত্র করেছি, যা লাভজনক প্রমাণিত হয়েছে।'


গাওস্করের মতে কোহলি শুরুটা ভাল করার পর, একটা ভুলই মারাত্মক হয়ে যাচ্ছে। এই বিষয়ে বিস্তারিত ব্যাখা করে তিনি জানান, 'ওর প্রথম ভুলটাই ইনিংসের শেষ ভুল হয়ে যাচ্ছে। যেহেতু ও রানের মধ্যে নেই, তাই সব বলই খেলতে যাচ্ছে। ব্যাটাররা যখন রান পায় না, তখন এটা খুবই স্বাভাবিক, কারণ ওদের মাথায় সবসময় এই চাপ থাকে যে ওদের রান করতে হবে। এর ফলেই সাধারণত যেই বলগুলি অন্য সময় ও (কোহলি) ছেড়ে দিত, সেগুলি খেলতে যাচ্ছে। তবে ইংল্যান্ড সফরে ওর বিরুদ্ধে বেশ কিছু দুর্দান্ত বলও হয়েছে, যাতে ও আউট হয়েছে।'


ওয়েস্ট ইন্ডিজ সফরে নেই কোহলি


কোহলির এই খারাপ ফর্মের জেরে কিংবদন্তি কপিল দেবের মতো তারকারাও তার সমালোচনা করে, ভারতীয় একাদশে তার জায়গা নিয়ে প্রশ্ন তুলেছেন। তবে পাশাপাশি বাবর আজম, কেভিন পিটারসেনের মতো তারকারা কোহলির পাশেও দাঁড়িয়েছেন। একটা বিষয় নিশ্চিত, কোহলিকে দ্রুতই ফর্মে ফিরতে হবে। তিনি আসন্ন ওয়েস্ট ইন্ডিজ সফরে বিশ্রাম পেয়েছেন। তাই নিজের ব্যাটিং নিয়ে একটু কাজ করে ফিরে আসার একটা সুযোগ রয়েছে কোহলির সামনে। তিনি জাতীয় দলে কবে ফিরবেন এবং কতটা সফল হবেন, এখন সেটাই দেখার।


আরও পড়ুন: রোহিতরা ওয়েস্ট ইন্ডিজ উড়ে গেলেও ইংল্যান্ডেই থাকবেন বিরাট, কিন্তু কেন?