নয়াদিল্লি: লোঢা কমিটির সুপারিশ অনুযায়ী, ৭০-এর বেশি বয়সি ব্যক্তিদের বিসিসিআই-এর প্রশাসনিক পদ থেকে সরিয়ে দেওয়া নিয়ে প্রশ্ন তুললেন প্রাক্তন সচিব নিরঞ্জন শাহ। তাঁর দাবি, ‘ভারতের রাষ্ট্রপতি যদি ৭০ বছরের বেশি বয়সি হওয়ার পরেও এই পদে থাকতে পারেন, তাহলে বিসিসিআই প্রশাসকরা কেন এই বয়সের পরে কাজ করতে পারবেন না? একজন ব্যক্তি যতক্ষণ সুস্থ আছেন, তাহলে তিনি বেঁচে থাকা পর্যন্ত কাজ করতে পারেন। আমার মতে, বয়স নিয়ে বৈষম্য করা হচ্ছে।’


ভারতের বর্তমান রাষ্ট্রপতি প্রণব মুখোপাধ্যায়ের বয়স ৮১। তাঁর বয়সের কথা উল্লেখ করেই বিসিসিআই-এর আধিকারিকদের স্বপদে ফেরানোর পক্ষে সওয়াল করেছেন নিরঞ্জন। তিনি লোঢা কমিটির সুপারিশ খতিয়ে দেখার জন্য রাজীব শুক্লর নেতৃত্বে গঠিত কমিটির অন্যতম সদস্য। এই বৈঠকের আগেই নিরঞ্জন বুঝিয়ে দিয়েছেন, লোঢা কমিটির সুপারিশ নিয়ে তাঁর আপত্তি রয়েছে। বয়স সংক্রান্ত নিয়ম ছাড়াও, এক রাজ্য এক ভোট সংক্রান্ত সুপারিশও পছন্দ নয় এই প্রবীণ ক্রিকেটকর্তার। তাঁর দাবি, মুম্বই, সৌরাষ্ট্রের মতো দেশের প্রাচীনতম ক্রিকেট সংস্থাগুলির ভোটাধিকার কেড়ে নেওয়া যাবে না। তিন বছরের ‘কুলিং অফ’ পিরিয়ড নিয়েও নিরঞ্জনের আপত্তি রয়েছে। তাঁর আশা, সুপ্রিম কোর্ট লোঢা কমিটির সুপারিশগুলি ফের বিবেচনা করবে।