নির্বোধের মতো ভুল করলে আমার সঙ্গে হার্দিকের তুলনা করবেন না, বলছেন কপিল
Web Desk, ABP Ananda | 17 Jan 2018 09:57 PM (IST)
নয়াদিল্লি: দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে দ্বিতীয় টেস্টে ভাল পারফরম্যান্স দেখাতে না পারায় হার্দিক পাণ্ড্যর সমালোচনা করলেন কপিল দেব। তিনি বলেছেন, ‘পাণ্ড্য যদি বারবার নির্বোধের মতো ভুল করে যেতে থাকে, তাহলে আমার সঙ্গে ওর তুলনা করবেন না।’ সম্প্রতি দুর্দান্ত পারফরম্যান্স দেখানোয় কিংবদন্তী অলরাউন্ডার কপিলের সঙ্গে হার্দিকের তুলনা করা হচ্ছে। কপিলও এর আগে হার্দিকের প্রশংসা করেন। কিন্তু সেঞ্চুরিয়ন টেস্টের দুই ইনিংসেই হার্দিক যেভাবে আউট হয়েছেন, তাতে ক্ষুব্ধ কপিল। তিনি বলেছেন, ‘পাণ্ড্য নিঃসন্দেহে প্রতিভাবান ক্রিকেটার। ও প্রথম টেস্টে তার পরিচয় দিয়েছে। কিন্তু আমার মনে হয়, ওর মানসিকতার উন্নতি দরকার।’