নয়াদিল্লি: তাঁরা একে অপরের প্রবল প্রতিপক্ষ। দুই চিরপ্রতিদ্বন্দ্বী দেশ বাইশ গজে মুখোমুখি হলে এক সময় দুজনের দ্বৈরথ দেখতে মুখিয়ে থাকতেন ভক্তরা।


প্রবল প্রতিপক্ষ সচিন তেন্ডুলকরকে (Sachin Tendulkar) এবার প্রশংসায় ভরিয়ে দিলেন শোয়েব আখতার (Shoaib Akhtar)। জানালেন, ডিসিশন রিভিউ সিস্টেমের সুবিধা পেলে আন্তর্জাতিক ক্রিকেটে এক লক্ষ রান করতেন তেন্ডুলকর।


একটা সময় ক্রিকেট বিশ্বের সবচেয়ে উপভোগ্য বিষয় ছিল সচিন বনাম আখতারের দ্বন্দ্ব। রাওয়ালপিণ্ডি এক্সপ্রেসের গতির সামনে মাস্টার ব্লাস্টার একদিকে যেমন সাবলীল ছিলেন, তেমনি আখতারের প্রিয় শিকারও ছিলেন সচিন। খেলার মাঠে তাঁরা ছিলেন কট্টর প্রতিদ্বন্দ্বী। কিন্তু নিজের সেই কট্টর প্রতিদ্বন্দ্বীকেই এবার প্রশংসায় ভরিয়ে দিলেন শোয়েব। আখতার বলছেন, শচীন বিরাট মাপের ব্যাটার। নিজের সময়ে বিশ্বের সেরা বোলারদের মোকাবিলা করেও সাফল্য সচিনের শ্রেষ্ঠত্ব প্রমাণ করে বলেও জানিয়েছেন আখতার।


নিজের ইউটিউব চ্যানেলে পাকিস্তানের ফাস্টবোলার বলেছেন, “এখন দুটো নতুন বলে ওয়ান ডে খেলা হয়। সব নিয়ম ব্যাটারদের সুবিধা করে দিচ্ছে। আজকের ব্যাটাররা এত সুবিধা পায়, তিনটে করে রিভিউ দেওয়া হয়। সচিনের সময়েও যদি এইরকম তিনটি রিভিউ (DRS) থাকত, তাহলে ও এক লক্ষ রান করত।”


আখতার যোগ করেছেন, “সচিনকে দেখে আমার করুণা হয়। কারণ, ও ওয়াসিম আক্রম, ওয়াকার ইউনিস, শেন ওয়ার্নদের বিরুদ্ধে খেলেছে। তারপর ওকে খেলতে হয়েছে ব্রেট লি, শোয়েব আখতারদের বিরুদ্ধে। তারপরে ও আবার পরের প্রজন্মের বোলারদের বিরুদ্ধে খেলেছে। সে কারণেই আমি বলি ও দুর্দান্ত ব্যাটার।”


লিস্ট এ এবং প্রথম শ্রেণির ক্রিকেট ধরলে গোটা কেরিয়ারে সচিনের রানসংখ্যা ৮৪ হাজার ৫৪৯। শুধু আন্তর্জাতিক ক্রিকেটে তাঁর রান সংখ্যাটা ৩৪ হাজারেরও বেশি।


আখতার জানিয়েছেন, এখনকার দিনে ক্রিকেট অনেক বেশি ব্যাটার কেন্দ্রিক হয়ে পড়েছে। ব্যাট এবং বলের মধ্যে সামঞ্জস্য রক্ষা করতে হলে বোলারদের ওভারে দুটোর বেশি বাউন্সার দেওয়ার সুযোগ দেওয়ায় ছাড় দাবি করেছেন আখতার।


যুব বিশ্বকাপে বাংলাদেশ ম্যাচের আগেই করোনামুক্ত যশ ধূল সহ ৪ ক্রিকেটার, আক্রান্ত নিশান্ত সিন্ধু