আমি বিলাসবহুল গাড়ির বড় ভক্ত, বলছেন বিরাট
Web Desk, ABP Ananda | 12 Apr 2018 09:06 PM (IST)
বেঙ্গালুরু: বিলাসবহুল গাড়ির প্রতি ভালবাসার কথা গোপন করছেন না ভারতীয় ক্রিকেট দলের অধিনায়ক বিরাট কোহলি। তিনি বলেছেন, ‘আমি বিলাসবহুল গাড়ির বড় ভক্ত। সেডান ও এসইউভি এই দুই ধরনের গাড়িই আমি পছন্দ করি। নিত্য যাতায়াতের জন্য আমি এসইউভি ব্যবহার করি, তবে অন্যান্য ক্ষেত্রে সেডানই আমার বেশি পছন্দ। আমার অবশ্যই বিলাসবহুল গাড়ি পছন্দ।’ সপ্তাহান্তে কোথায় যেতে সবচেয়ে বেশি ভাল লাগে? এই প্রশ্নের জবাবে বিরাট বলেছেন, ‘আমি সেরকম সপ্তাহান্ত কাটানোর সুযোগ খুব কমই পাই। তবে সপ্তাহান্তে ছুটি পেলে বাড়িতে থেকে আরাম করতে চাই। কখনও কখনও আবার আমার প্রিয় গাড়ি নিয়ে সুন্দর রাস্তা দিয়ে দুর্দান্ত সব গান শুনতে শুনতে কোনও একটি আউটহাউসে যেতে চাই।’