নয়াদিল্লি: ১৯৮০ সালের পর ২০১৮, ৩৮ বছর পরে ফের ব্যাডমিন্টনের বিশ্ব র্যাঙ্কিংয়ের শীর্ষে পৌঁছে গেলেন একজন ভারতীয় পুরুষ খেলোয়াড়। প্রথমবার এই নজির গড়েছিলেন প্রকাশ পাড়ুকোন। আজ বিশ্বের এক নম্বর হলেন কিদম্বী শ্রীকান্ত।
এখন কমনওয়েলথ গেমস থেকে ভারতকে পদক এনে দেওয়ার জন্য লড়াই করছেন শ্রীকান্ত। এরই মধ্যে তিনি সুখবর পেলেন। এর আগে পুরুষদের ব্যাডমিন্টনে বিশ্বের এক নম্বর ছিলেন ডেনমার্কের ভিক্টর অ্যাক্সেলসেন। তাঁকে টপকে গেলেন শ্রীকান্ত। এখন এই ভারতীয় শাটলারের পয়েন্ট ৭৬,৮৯৫। অন্যদিকে, ভিক্টরের পয়েন্ট ৭৫,৪৭০।
গত বছর থেকেই অসাধারণ ফর্মে শ্রীকান্ত। গত বছর তিনি পাঁচটি সুপারসিরিজের ফাইনালে উঠে চারটিতে চ্যাম্পিয়ন হন। এখনও পর্যন্ত অলিম্পিক বা বিশ্ব চ্যাম্পিয়নশিপ থেকে পদক জিততে না পারলেও, ভবিষ্যতে সেই সাফল্যের জোরাল ইঙ্গিত দিয়েছেন শ্রীকান্ত। ভারতের ক্রীড়াপ্রেমীদের আশা, দেশকে আরও অনেক সাফল্য এনে দেবেন এই শাটলার।
প্রকাশ পাড়ুকোনের পর দ্বিতীয় ভারতীয় পুরুষ শাটলার হিসেবে বিশ্ব র্যাঙ্কিংয়ের শীর্ষে কিদম্বী শ্রীকান্ত
Web Desk, ABP Ananda
Updated at:
12 Apr 2018 06:51 PM (IST)
NEXT
PREV
খেলা (sports) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -