মুম্বই: সব জল্পনাকে উড়িয়ে দিয়ে মহেন্দ্র সিংহ ধোনি জানিয়ে দিলেন, এখনই তাঁর অবসরের কোনও পরিকল্পনা নেই। আপাতত তিনি ক্রিকেটের ওপরই ফোকাস করতে চান।
তাঁর জীবনের ওপর নির্মীত বায়োপিক বা আত্মজীবনীমূলক ছবি ‘এম এস ধোনি: দ্য আনটোল্ড স্টোরি’-র ট্রেলার লঞ্চ অনুষ্ঠানে যোগ দিতে এসে ভারতের সীমিত ওভার ক্রিকেট অধিনায়ককে যখন তাঁর পরবর্তী ভাবনাচিন্তা সম্পর্কে প্রশ্ন করা হয়, তিনি জানান, তিনি অতীত বা ভবিষ্যত নিয়ে ভাবেন না। বর্তমান নিয়ে ভাবাটাই পছন্দ করেন।
মাহি বলেন, যখন বড় হচ্ছিলাম, তখন জীবনে শুধু দুটো বিকল্প ছিল। এক, ক্রিকেট খেলা এবং পড়াশোনা করা। তারপর চাকরি পেলাম। সেখানে নিরাপত্তাও ছিল। তখন যদি ক্রিকেট নাও খেলতাম, তাতেও হাতে একটা সম্মানজনক চাকরি ছিল।
তিনি যোগ করেন, আমাকে প্রত্যেকটা বিষয়ের ইতিবাচক এবং নেতিবাচক দিকটা দেখতে হবে। তারপর আমাকে সিদ্ধান্ত নিতে হবে, লোকে আমাকে কোন ভূমিকায় পছন্দ করবে। তাই ভবিষ্যতে কী করব, তা পরে ভাবব। বর্তমানে ক্রিকেট খেলছি আর খেলার ওপরই মনোনিবেশ করতে চাই।
ধোনি জানান, তিনি অতীত বা ভবিষ্যত নিয়ে ভাবেন না। বর্তমানে থাকতেই পছন্দ করেন। বলেন, আমি কখনই ভাবিনি কেরিয়ারে এই পর্যায়ে পৌঁছতে পারব। আমি মাইলস্টোনের কথা ভেবে ক্রিকেট খেলিনি। যখন স্কুল বা পার্কে খেলতাম, আমাদের একমাত্র লক্ষ্য হত ম্যাচ জেতা।
মাহির মতে মাইলস্টোন কখনই ভবিষ্যত নির্ধারণ করতে পারে না। বিশ্বজয়ী মার্কিন সাঁতারু মাইকেল ফেল্পসের উদাহরণ টেনে এনে ধোনি বলেন, সেরকম হলে পাঁচটা অলিম্পিক সোনা জিতেই ফেল্পস অবসর নিত। আসল উদ্দেশ্য হল, কাজ করে যাওয়া।
বিশ্বকাপ জয়ী অধিনায়ক আরও বলেন, আমি অতীত থেকে শিক্ষা নিই। ভবিষ্যতের জন্য লক্ষ্য স্থির করি। কিন্তু, সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হল বর্তমান। এমএস-এর মতে, কিছু করার জন্য অনুপ্রেরণার প্রয়োজন। আর সেটা আসে পরিবার, বন্ধু বা আশেপাশের মানুষজনের থেকে। তিনি বলেন, আমার সবচেয়ে বড় অনুপ্রেরণা হল দেশ।
অনুষ্ঠানে ধোনি ছাড়াও হাজির ছিলেন অভিনেতা সুশান্ত সিংহ রাজপুত, যিনি ধোনির চরিত্রে অভিনয় করেছেন। ছিলেন পরিচালক নীরজ পাণ্ডে-ও। প্রসঙ্গত, আগামী ৩০ সেপ্টেম্বর মুক্তি পেতে চলেছে ছবিটি। অভিনয় করেছেন অনুপম খের, কিয়ারা আডবাণী সহ অন্যান্যরা।
অবসর এখনই নয়, ক্রিকেটেই ফোকাস ধোনির
Web Desk, ABP Ananda
Updated at:
12 Aug 2016 10:25 AM (IST)
NEXT
PREV
খেলা (sports) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -