মেলবোর্ন: দলের প্রয়োজনে তিনি যে কোনও পজিশনেই ব্যাট করতে রাজি। এক্ষেত্রে তাঁর নিজস্ব কোনও পছন্দ নেই। এমনটাই জানালেন মহেন্দ্র সিংহ ধোনি।
অস্ট্রেলিয়ার বিরুদ্ধে একদিনের সিরিজের সেরা ক্রিকেটার নির্বাচিত হয়েছেন ধোনি। শুক্রবার তৃতীয় তথা শেষ ম্যাচে ১১৪ বলে ৮৭ রানে অপরাজিত থাকেন তিনি। যার দৌলতে তিন-ম্যাচের সিরিজ ২-১ ফলে জিতে যায় মেন ইন ব্লু-রা। ম্যাচের পর সাংবাদিক সম্মেলনে মাহি বলেন, আমি যে কোনও নম্বরে ব্যাট করতে রাজি। আমার পছন্দ বড় কথা নয়, গুরুত্বপূর্ণ হল দলের কোথায় আমাকে প্রয়োজন হচ্ছে।
প্রাক্তন অধিনায়ক যোগ করেন, আমি ৪ কি ৬ নম্বরে নামছি, সেটা প্রশ্ন নয়। দলের ভারসাম্য বজায় রাখাই অত্যাবশ্যক। ৬ নম্বরে ব্যাট করতেও আমি রাজি। অন্তত ১৪ বছর খেলার পর আমি বলতে পারি না যে ৬-নম্বরে ব্যাট করব না।
এদিন মেলবোর্নের মন্থর পিচে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ২৩১ রানের লক্ষ্যমাত্রা তাড়া করতে নেমে চতুর্থ উইকেটে ধোনি ও কেদার যাদব ১২১ রানের পার্টনারশিপ গড়ে তোলেন। যা অচিরেই, দলের জয় নিশ্চিত করে।
একদিনের সিরিজ জয়ের পর দলের ভূয়সী প্রশংসা করেন অধিনায়ক বিরাট কোহলি। বলেন, উইকেটে ব্যাট করা সহজ ছিল না। তবে, পেশাদারের মতো ভারতীয় ব্যাটসম্যানরা সেই কাজ সম্পন্ন করেছেন। কোহলি আলাদা করে তরুণ স্পিনার যুযবেন্দ্র চহালের প্রশংসায় পঞ্চমুখ হন। বলেন, ও বিপক্ষকে চমকে দিতে দলে নিয়ে আসা হয় চহালকে। আর এদিন ও দারুন খেলেছে।
এই প্রথমবার পূর্ণ অস্ট্রেলিয়া সফর থেকে অপরাজেয় হিসেবে ফিরছে ভারতীয় দল। টি-২০ সিরিজ ড্র করার পর টেস্ট ও একিদেনর সিরিজ জয়। বিরাটের মতে, আসন্ন বিশ্বকাপের আগে, দলকে ভাল উদ্বুদ্ধ করবে এই সিরিজ।
নিজের পারফরম্যান্সে খুশি ম্যাচের সেরা চহাল। বলেন, অস্ট্রেলিয়ার মাটিতে প্রথমবার আন্তর্জাতিক ম্যাচে বল করাটা উপভোগ করলাম। বল সামান্য ঘুরছিল। তাই আমি গতির হেরফের ঘটিয়ে ভেরিয়েশন নিয়ে আসি। তাতেই সাফল্য আসে। এদিনের ম্যাচে ৬-উইকেট নেন চহাল।
দলের প্রয়োজনে যে কোনও পজিশনেই ব্যাট করতে রাজি: ধোনি
Web Desk, ABP Ananda
Updated at:
18 Jan 2019 07:47 PM (IST)
NEXT
PREV
খেলা (sports) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -