ভুবনেশ্বর: হকি বিশ্বকাপ অভিযানের শুরুটা দুর্দান্তভাবে করল ভারতীয় দল। আজ ভুবনেশ্বরের কলিঙ্গ স্টেডিয়ামে পুল সি-র ম্যাচে দক্ষিণ আফ্রিকাকে ৫-০ উড়িয়ে দিল ভারত। জোড়া গোল করলেন সিমরনজিৎ সিংহ। একটি করে গোল করেন মনদীপ সিংহ, আকাশদীপ সিংহ ও ললিত উপাধ্যায়।
ভারতীয় দল শেষবার হকি বিশ্বকাপ জেতে ১৯৭৫ সালে। ৪৩ বছর পর ফের খেতাব জয়ের লক্ষ্যে মনপ্রীত সিংহরা। আজ প্রথম ম্যাচের শুরু থেকেই একের পর আক্রমণে দক্ষিণ আফ্রিকাকে কোণঠাসা করে দেয় ভারত। ১০ মিনিটের মাথায় প্রথম গোল করে দলকে এগিয়ে দেন মনদীপ। দু’মিনিট পরেই ব্যবধান বাড়ান আকাশদীপ। ৪৩ মিনিটে নিজের প্রথম ও দলের তৃতীয় গোল করেন সিমরনজিৎ। ৪৫ মিনিটে দলের চতুর্থ গোল করেন ললিত। পরের মিনিটে দক্ষিণ আফ্রিকার লজ্জা বাড়ান সিমরনজিৎ। ব্যবধান বাড়ানোর সুযোগ পেয়েছিল ভারতীয় দল। তবে আর গোল হয়নি। রবিবার বেলজিয়ামের বিরুদ্ধে ভারতের পরবর্তী ম্যাচ।
সিমরনজিতের জোড়া গোল, হকি বিশ্বকাপের প্রথম ম্যাচে দক্ষিণ আফ্রিকাকে ৫-০ উড়িয়ে দিল ভারত
Web Desk, ABP Ananda
Updated at:
28 Nov 2018 09:29 PM (IST)
ছবি সৌজন্যে ট্যুইটার
NEXT
PREV
খেলা (sports) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -