আগরতলা: এ বছরের খেলরত্ন পাচ্ছেন পিভি সিন্ধু, সাক্ষী মালিক, দীপা কর্মকার ও জিতু রাই। দ্রোণাচার্য সম্মান পাচ্ছেন দীপার কোচ বিশ্বেশ্বর নন্দী, বিরাট কোহলির মেন্টর রাজকুমার শর্মা এবং আরও চার জন। আজ ক্রীড়ামন্ত্রক এই ঘোষণা করেছে। এই প্রথম একসঙ্গে চার জন ক্রীড়াক্ষেত্রে দেশের সর্বোচ্চ পুরস্কার পাচ্ছেন।


 

খেলরত্ন ও দ্রোণাচার্যের পাশাপাশি এ বছরের অর্জুন পুরস্কারের জন্য ১৫ জনের নামও ঘোষণা করা হয়েছে। বাংলা থেকে অর্জুন হচ্ছেন সৌম্যজিৎ ঘোষ, সুব্রত পাল ও সৌরভ কোঠারি। এছাড়া অর্জুন প্রাপকদের মধ্যে আছেন অজিঙ্ক রাহানে, ললিতা বাবর, ভি আর রঘুনাথ ও রানি রামপাল।  খেলরত্ন প্রাপকরা পদক ও শংসাপত্র ছাড়াও সাড়ে সাত লক্ষ টাকা পাবেন। অর্জুন ও দ্রোণাচার্য পুরস্কার প্রাপকদের দেওয়া হবে পাঁচ লক্ষ টাকা।