ইউরো মাতিয়ে দিল স্পেন৷ প্রথম ম্যাচে কষ্টার্জিত জয়ের পর দ্বিতীয় ম্যাচেই আবার পুরনো ছন্দে দেল বস্কির স্প্যানিশ আর্মাডা৷
তুরস্ককে ৩-০ গোলে উড়িয়ে দিল স্পেন৷ জোড়া গোল মোরাতার, একটি গোল নোলিতোর৷ এদিন প্রথমার্ধেই ৩-০ গোলে এগিয়ে যায় স্পেন৷ প্রথম গোলটি ছিল চলতি ইউরোর অন্যতম সেরা৷ ফ্যাব্রেগাসের দুরন্ত দূরপাল্লার শটে মাথা ছুঁইয়ে গোল মোরাতার৷ স্প্যানিশ তিকিতাকার সামনে এদিন কার্যত তাসের ঘরের মত ভেঙে পড়ে আন্দ্রে তুরানের তুরস্ক৷
ইউরো মাতিয়ে দিল স্পেন, দ্বিতীয় ম্যাচেই ছন্দে ফিরল বস্কির স্প্যানিশ আর্মাডা
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ
Updated at:
18 Jun 2016 03:26 AM (IST)
NEXT
PREV
খেলা (sports) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -