দিনের খেলা শেষ হওয়ার পর স্টোকস বলেছেন, ‘আমার ক্ষেত্রে এই প্রথম এরকম কিছু হল। আমি ভাল করেছি পোশাক বদল করে ফেলিনি।’ দেখুন, প্রথমবার নতুন নিয়মের প্রয়োগ, আউট হওয়ার পরেও বেন স্টোকসকে ড্রেসিংরুম থেকে ক্রিজে ফেরালেন আম্পায়ার
Web Desk, ABP Ananda | 10 Feb 2019 02:17 PM (IST)
গ্রস-আইলেট: নতুন নিয়ম কার্যকর হয়েছে ২০১৭ সালের জানুয়ারিতে। কিন্তু সেটা প্রয়োগ করা হল এই প্রথম। এই নয়া নিয়মে লাভবান হলেন ইংল্যান্ডের বেন স্টোকস। ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে সিরিজের তৃতীয় টেস্টের প্রথম দিন আলজারি জোশেফের বলে তাঁরই হাতে ক্যাচ দিয়ে ড্রেসিংরুমে চলে যাওয়ার পরেও ক্রিজে ফিরলেন এই অলরাউন্ডার। কারণ, রিপ্লেতে দেখা যায়, জোশেফ নো বল করেছিলেন। এরপরেই স্টোকসকে ক্রিজে ফেরান আম্পায়াররা। নতুন জীবন পেয়ে দিনের শেষে ৬২ রানে অপরাজিত এই অলরাউন্ডার। ইংল্যান্ডের ইনিংসের ৭০-তম ওভারের শেষ বলে এই নাটকীয় ঘটনা ঘটে। এমসিসি-র নয়া নিয়ম অনুযায়ী, কোনও ব্যাটসম্যান যদি আউট ঘোষিত না হওয়া সত্ত্বেও যদি আউট হয়েছেন ভেবে ক্রিজ ছেড়ে চলে যান, তাহলে আম্পায়াররা তাঁকে মাঠে ফেরাতে পারেন। স্টোকসের ক্ষেত্রে সেই নিয়মই প্রয়োগ করেন আম্পায়ার। জনি বেয়ারস্টো ক্রিজে চলে এলেও, এদিন আর তাঁর ব্যাট করা হয়নি।