ইংল্যান্ডের ইনিংসের ৭০-তম ওভারের শেষ বলে এই নাটকীয় ঘটনা ঘটে। এমসিসি-র নয়া নিয়ম অনুযায়ী, কোনও ব্যাটসম্যান যদি আউট ঘোষিত না হওয়া সত্ত্বেও যদি আউট হয়েছেন ভেবে ক্রিজ ছেড়ে চলে যান, তাহলে আম্পায়াররা তাঁকে মাঠে ফেরাতে পারেন। স্টোকসের ক্ষেত্রে সেই নিয়মই প্রয়োগ করেন আম্পায়ার। জনি বেয়ারস্টো ক্রিজে চলে এলেও, এদিন আর তাঁর ব্যাট করা হয়নি।
দিনের খেলা শেষ হওয়ার পর স্টোকস বলেছেন, ‘আমার ক্ষেত্রে এই প্রথম এরকম কিছু হল। আমি ভাল করেছি পোশাক বদল করে ফেলিনি।’