এশিয়া কাপ হকিতে কাল ফের ভারত-পাক লড়াই, ড্র করলেই ফাইনালে হরমনপ্রীতরা
Web Desk, ABP Ananda | 20 Oct 2017 05:59 PM (IST)
ছবি সৌজন্যে ট্যুইটার
ঢাকা: চলতি এশিয়া কাপ হকি প্রতিযোগিতায় সুপার ফোর পর্যায়ের তৃতীয় ম্যাচে আগামীকাল পাকিস্তানের মুখোমুখি হচ্ছে ভারত। এই প্রতিযোগিতায় এর আগের ম্যাচে পাকিস্তানকে ৩-১ গোলে উড়িয়ে দিয়েছিলেন হরমনপ্রীত সিংহ, সর্দার সিংহরা। আগামীকাল ড্র করলেই রবিবারের ফাইনাল ম্যাচে খেলার যোগ্যতা অর্জন করবে ভারত। তবে পাকিস্তানের বিরুদ্ধে জয়ই চাইছেন গুরজন্ত সিংহ, আকাশদীপ সিংহ, রমনদীপ সিংহরা। এই প্রতিযোগিতায় যে দলগুলি খেলছে, তাদের মধ্যে ভারতের র্যাঙ্কিংই সেরা। সম্প্রতি দারুণ ফর্মে আছে ভারতীয় দল। পাকিস্তানের বিরুদ্ধে সাম্প্রতিক অতীতে সাফল্যের পাল্লাও ভারী। তাই আগামীকাল ফেভারিট হিসেবেই নামছে ভারত। এই প্রতিযোগিতায় এখনও পর্যন্ত অপরাজিত হরমনপ্রীতরা। আগামীকালও অপরাজিত থাকাই ভারতের লক্ষ্য।