সিডনি: ‘কফি উইথ কর্ণ’-এ মহিলাদের সম্পর্কে আপত্তিকর মন্তব্য করার জন্য ক্ষমা চাইলেন হার্দিক পাণ্ড্য। বিসিসিআই তাঁকে ২৪ ঘণ্টার মধ্যে এই মন্তব্যের কারণ দর্শানোর নির্দেশ দিয়েছিল। এরপরেই এই ক্রিকেটার জবাব দিয়েছেন, ‘আমি ও চ্যাট শোয়ে হাজির হয়ে কিছু মন্তব্য করেছি। আমি বুঝতে পারিনি এই মন্তব্যে সংবেদনশীল দর্শকরা অসন্তুষ্ট হতে পারেন বা তাঁদের প্রতি অশ্রদ্ধা প্রদর্শন করা হতে পারে। আমি আশ্বস্ত করছি, আমার কোনও খারাপ উদ্দেশ্য ছিল না। আমি কাউকে অসম্মান করতে চাইনি বা সমাজের কোনও অংশকে খারাপভাবে তুলে ধরতে চাইনি। শো চলাকালীন ওই মন্তব্য করি। আমার ওই মন্তব্য খারাপভাবে দেখা হবে এটা ভাবিনি। বিসিসিআই-এর প্রতি আমার সর্বোচ্চ শ্রদ্ধা আছে। ভবিষ্যতে এই ধরনের ঘটনার পুনরাবৃত্তি হবে না।’


হার্দিকের সঙ্গে লোকেশ রাহুলও ওই অনুষ্ঠানে হাজির ছিলেন। সেখানেই মহিলাদের সম্পর্কে আপত্তিকর মন্তব্য করেন হার্দিক। তিনি এখন একদিনের সিরিজের জন্য ভারতীয় দলের সঙ্গে অস্ট্রেলিয়ায় আছেন। এই অলরাউন্ডার টিম ম্যানেজমেন্ট ও সতীর্থদের কাছে ক্ষমা চেয়েছেন বলে খবর। ভারতীয় দলের প্রধান কোচ রবি শাস্ত্রী ও সিনিয়র ক্রিকেটারদের সঙ্গেও এ বিষয়ে কথা বলেছেন হার্দিক।