চট্টগ্রাম: বাংলাদেশের (Bangladesh) বিরুদ্ধে প্রস্তুতি ম্যাচে শতরান হাঁকালেন অভিমন্যু ঈশ্বরণ (Abhimanyu Ishwaran) ও যশস্বী জয়সওয়াল। ভারতীয় এ দলের (India A Team) হয়ে খেলতে নেমে সেঞ্চুরি হাঁকালেন ২ ভারতীয় ওপেনার। ১৪৫ রানের ইনিংস খেলেন যশস্বী জয়সওয়াল। অন্যদিকে ১৪২ রানের ইনিংস খেলেন অভিমন্যু ঈশ্বরণ। ৫ উইকেটে ৪০৪ রান বোর্ডে তুলে নিল ভারতীয় এ দল। প্রথম ইনিংসে ২৯২ রানে এগিয়ে রয়েছে আর্জেন্তিনা। 


কক্সবাজারে এই ম্যাচে বাংলাদেশ প্রথমে ব্য়াট করতে নেমে ১১২ রানে অল আউট হয়ে যায়। জবাবে ব্য়াট করতে নেমে ওপেনিংয়ে ২৮২ রান পার্টনারশিপে তুলে নেয় অভিমন্যু ও যশস্বী। বাংলাদেশের বোলিং লাইন আপে রয়েছে তাইজুল ইসলাম, খালেদ আহমেদের মত প্লেয়ার যারা আন্তর্জাতিক মঞ্চেও পারফর্ম করেছেন। মোট ৭৭ ওভার পর্যন্ত ২ জনে খেলেন। ২ জনে মিলে ৩১টি বাউন্ডারি ও ২টো ছক্কা হাঁকান। 


গতকাল নভদীপ সাইনি (Navdeep Saini), মুকেশ কুমারদের (Mukesh Kumar) দাপটে টালমাটাল বাংলাদেশ। ইন্ডিয়া এ বনাম বাংলাদেশে এ-র চারদিনের প্রথম ম্যাচের শুরুর দিনে লাঞ্চে যাওয়ার আগেই ৫৬ রান তোলার পথে ৫ উইকেট হারিয়ে ফেলেছে বাংলাদেশ এ দল। টসে জিতে অধিনায়ক অভিমন্যু ঈশ্বরণের বোলিংয়ের সিদ্ধান্ত নেওয়া যে সঠিক ছিল, সেটা বুঝিয়ে দেন সাইনি-কুমার। নভদীপ সাইনি (৩/২১) তিনটি ও মুকেশ কুমার (২/২৩) দুটি উইকেট দখল করেছেন।


বাংলাদেশ এ দল যথেষ্ট শক্তিশালী দলই নামিয়েছে। অপরদিকে জাতীয় দলের প্রত্যাশী ভারতীয় ক্রিকেটারদের নিয়ে গড়া ইন্ডিয়া এ দল। অধিনায়ক অভিমন্যু ঈশ্বরণের পাশাপাশি যশস্বী জয়সওয়াল, যশ ধূল, সরফরাজ খান, তিলক ভার্মা, উপেন্দ্র যাদব, জয়ন্ত যাদব, সৌরভ কুমার, আতিত শেঠ, নভদীপ সাইনি ও মুকেশ কুমার ইন্ডিয়া-এ হয়ে খেলছেন। কস্কবাজারের শেখ কামাল ইন্টারন্যাশনাল স্টেডিয়ামে চলছে খেলা। পাশাপাশি সকাল সাড়ে ৮ টা থেকে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের ইউটিউব লিঙ্কে গিয়ে সরাসরি দেখা যাচ্ছে খেলা।


পরের ম্যাচে ভারতের অধিনায়কত্ব করবেন চেতেশ্বর পূজারা। যে ম্যাচে খেলবেন উমেশ যাদব, কেএস ভরথও। তাই এই ম্যাচে ভারতের তরুণ তুর্কিরা কেমন পারফর্ম করেন, সেটা দেখার দিকেই নজর থাকবে সকলের। বিশেষ করে বাড়তি নজর রয়েছে নভদীপ সাইনি, সরফরাজ খানদের পারফরম্যান্সের দিকে।