বেঙ্গালুরু: আন্তর্জাতিক মঞ্চে শুরুটা দুর্দান্তভাবে করলেন বাংলার পেসার মুকেশ কুমার (Mukesh Kumar)। তাঁর বোলিং দাপটে কোণঠাসা নিউজিল্যান্ড। তিন উইকেট তুলে নিলেন মুকেশ।


নিউজিল্যান্ড এ দলের বিরুদ্ধে চারদিনের ম্যাচ খেলছে ভারত এ (Ind A vs NZ A)। সেই সিরিজে ভারত এ দলে সুযোগ পেয়েছেন বাংলার দুই ক্রিকেটার। মুকেশ কুমার ও অভিমন্যু ঈশ্বরণ। বৃহস্পতিবার থেকে শুরু হল প্রথম ম্যাচ। আর সেই ম্যাচের প্রথম একাদশে সুযোগ পেয়েছেন বাংলার দুই ক্রিকেটারই।


টস জিতে বৃহস্পতিবার প্রথমে ব্যাটিং করার সিদ্ধান্ত নেন কিউয়ি অধিনায়ক রবার্ট ও'ডোনেল। ভারতের অধিনায়ক প্রিয়ঙ্ক পাঞ্চাল নতুন বল তুলে দেন মুকেশের হাতে। নিউজিল্যান্ড ইনিংসের পঞ্চম ওভারে প্রথম ধাক্কাটা দেন মুকেশই। তিনি ফিরিয়ে দেন কিউয়ি ওপেনার চাড বাওয়েসকে।


একটা সময় ৫১/৩ হয়ে গিয়েছিল নিউজিল্যান্ড। সেখান থেকে পাল্টা লড়াই শুরু করেন জো কার্টার ও রবার্ট ও'ডোনেল। কিন্তু ফের ধাক্কা দেন মুকেশ। ফিরিয়ে দেন নিউজিল্যান্ড এ দলের অধিনায়ককে। তারপর কিউয়ি উইকেটকিপার ক্যাম ফ্লেচারকে এলবিডব্লিউ করে দেন মুকেশ। সব মিলিয়ে ১৩ ওভারে ৩৪ রান দিয়ে ৩ উইকেট নেন তিনি। চারদিনের ম্যাচের প্রথম দিনের শেষে নিউজিল্যান্ড এ দলের স্কোর ১৫৬/৫। এদিন অবশ্য মাত্র ৬১ ওভার খেলা হয়েছে।


ঘরোয়া ক্রিকেটে গত কয়েক মরসুম ধরে ধারাবাহিকভাবে পারফর্ম করছেন। ২০১৯-২০ মরসুমে রঞ্জি ট্রফিতে (Ranji Trophy) ১০ ম্যাচে নিয়েছিলেন ৩২ উইকেট। বাংলাকে ফাইনালে তোলার নেপথ্যে ছিল তাঁর দুর্দান্ত কিছু স্পেল। পরের মরসুমে করোনার প্রকোপে স্থগিত ছিল রঞ্জি ট্রফি। গত মরসুমে টুর্নামেন্ট ফিরতেই ফের ছন্দে ডানহাতি পেসার। ৫ ম্যাচে নেন ২০ উইকেট।


তবু বাংলার পেসার মুকেশ কুমার (Mukesh Kumar) যেন নির্বাচকদের কাছে ব্রাত্যই ছিলেন। কাছাকাছি গিয়েও জাতীয় দলের দরজাটা যেন কিছুতেই খুলছিল না।


অবশেষে কিছুটা হলেও অক্সিজেন পেয়েছেন মুকেশ। নিউজিল্যান্ডের এ দলের বিরুদ্ধে তিনটি চারদিনের ম্যাচ খেলছে ভারতীয় এ দল (India A vs New Zealand A)। সেই তিন ম্যাচের সিরিজের জন্য ১৬ জনের ভারতীয় দলে সুযোগ পেয়েছেন বাংলার দুই ক্রিকেটার। অভিমন্যু ঈশ্বরণ (Abhimanyu Easwaran) ও মুকেশ কুমার (Mukesh Kumar)। অভিমন্যু ব্যাটার। মুকেশ ডানহাতি পেসার।


সুযোগ পেয়ে আবেগে ভেসে যেতে নারাজ মুকেশ। জাতীয় শিবিরে যোগ দেওয়ার আগেই এবিপি লাইভকে বলেছিলেন, 'আনন্দ হচ্ছে। অবশেষে বন্ধ দরজাটা খুলল। তবে বেশি উত্তেজিত হচ্ছি না। প্রথম একাদশে সুযোগ পেতে হবে। উইকেট তুলে নিজেকে প্রমাণ করতে হবে। অনেকটা পথ বাকি এখনও। তাই এখনই আপ্লুত হওয়ার মতো কিছু হয়নি।'


বল হাতেই ম্যাচের প্রথম দিন নিজেকে চেনালেন মুকেশ।


আরও পড়ুন: বিশ্বের যে কোনও দলকে ধ্বংস করতে পারে, সতীর্থকে মাঠেই কুর্নিশ কোহলির