ইশান কিষাণের ঝোড়ো ইনিংসে ভর করে দক্ষিণ আফ্রিকা এ দলকে হারাল ভারত এ
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ | 31 Aug 2019 09:45 PM (IST)
দক্ষিণ আফ্রিকা এ দলের বিরুদ্ধে আনঅফিসিয়াল একদিনের সিরিজে শনিবার বৃষ্টিবিঘ্নিত ম্যাচে দাপট ভারত এ দলের উইকেটরক্ষক ব্যাটসম্যান ইশান কিষাণের। তাঁর ২৪ বলে ৫৫ রানের ঝোড়ো ইনিংসে ভর করে ভারত এ ম্যাচ জিতে সিরিজে ২-০ এগিয়ে গেল।
নয়াদিল্লি: দক্ষিণ আফ্রিকা এ দলের বিরুদ্ধে আনঅফিসিয়াল একদিনের সিরিজে শনিবার বৃষ্টিবিঘ্নিত ম্যাচে দাপট ভারত এ দলের উইকেটরক্ষক ব্যাটসম্যান ইশান কিষাণের। তাঁর ২৪ বলে ৫৫ রানের ঝোড়ো ইনিংসে ভর করে ভারত এ ম্যাচ জিতে সিরিজে ২-০ এগিয়ে গেল। বৃষ্টির জন্য ম্যাচের ওভার সংখ্যা কমে হয় ২১। জয়ের জন্য ১৬৩ রান তাড়া করতে নেমে ইশান চাপের মুখে অনবদ্য ব্যাটিং করলেন। একটা সময় ভারত এ দলের রান ছিল ৩ উইকেটে ৫৭। নয় ওভারের মধ্যে প্যাভিলিয়নে ফিরে গিয়েছেন রুতুরাজ গাইকোয়াড় (১), আনমোলপ্রিত সিংহ (৩০) ও শুভমন গিল (২১)।ওই অবস্থায় ব্যাট করতে নেমে পাল্টা আক্রমণে ম্যাচের রঙ বদলে দেন ইশান। তাঁর ইনিংসে রয়েছে পাঁচটি চার ও চারটি ছয়। ১৫ তম ওভারে আউট হন ইশান। কিন্তু এরপর আর জয়ের লক্ষ্যে পৌঁছতে সমস্যা হয়নি ভারত এ দলের। এক ওভার বাকি থাকতেই ম্যাচ দিতে নেয়। অলরাউন্ডার ক্রুনাল পান্ড্য ১৫ বলে ২৩ রানের অপরাজিত ইনিংস খেলেন। দক্ষিণ আফ্রিকা এ দলের পেসার জুনিয়র ডালা দুটি উইকেট নেন। এর আগে জর্জ লিন্ডের ২৫ বলে অপরাজিত ৫২ রানের ইনিংসে ভর করে দক্ষিণ আফ্রিকা এ ২১ ওভারে করে ৫ উইকেটে ১৬২ রান। লিন্ডে পাঁচটি ছয় ও একটি চার মারেন। তাঁকে সঙ্গত দেন উইকেটরক্ষক হেইনরিখ ক্লাসেন (৩১)। এর আগে দলের ইনিংসের ভিত গড়ে দিয়েছিল অধিনায়ক টেম্বা বাভুমার ৩০ বলে ৪০ রানের ইনিংস। যজুবেন্দ্র চাহলের বলে আউট হন তিনি। প্রথম ম্যাচের সর্বাধিক রান সংগ্রহকারী শিবম দুবের পরিবর্তে এদিন পেসার শার্দুল ঠাকুরকে খেলোনো হয়।