কলকাতা: পুজোর আগেই কলকাতায় ক্রিকেট উত্‍সব। ২১ সেপ্টেম্বর ইডেনের ওয়ান ডে লড়াইয়ে মুখোমুখি ভারত-অস্ট্রেলিয়া। কিন্তু সেই ম্যাচের টিকিটে এবার জিএসটি ধাক্কা। যা কপালে ভাঁজ ফেলতে পারে শহরের ক্রিকেটপ্রেমীদের। ইডেন-ম্যাচের টিকিটের উপর ২৮ শতাংশ জিএসটি ধার্য করা হচ্ছে। ফলে অনেকটাই বাড়তে চলেছে টিকিটের মূল্য। ৫০০ টাকার টিকিটের দাম বেড়ে হচ্ছে ৬৫০ টাকা। ১,০০০ টাকার টিকিট মিলবে ১৩০০ টাকায় এবং দেড় হাজার টাকার টিকিটের দাম বেড়ে হচ্ছে ১৯০০ টাকা।


সিএবি সভাপতি সৌরভ গঙ্গোপাধ্যায় বলেছেন, টিকিটের দাম একই আছে। তার সঙ্গে জিএসটি যুক্ত হওয়াতেই দাম বেড়েছে। নভেম্বরে শ্রীলঙ্কার বিরুদ্ধে ভারতের টেস্ট ম্যাচের সময় রোজ টিকিটের দাম ১০০ টাকা হওয়ায় তার উপর জিএসটি ধার্য হচ্ছে না।

কিছুদিন আগেই প্রাক্তন অজি অধিনায়ক মাইকেল ক্লার্ক বলেছিলেন, ভারতের মাটিতে বিরাট বাহিনী ভয়ঙ্কর। একই সুর শোনা গেল প্রাক্তন ভারত অধিনায়কের মুখেও। ভারতের মোকাবিলা করাটা ব্যাগি গ্রিন ব্রিগেডের কাছে মোটেই সহজ হবে না, বলছেন সৌরভ। তিনি আশাবাদী, অস্ট্রেলিয়াকে হারিয়ে দেবে ভারত।