মুম্বই: ক্রীড়াক্ষেত্রে বোঝাপড়া বাড়ানোর উদ্যোগ নিল ভারত ও অস্ট্রেলিয়া। আজ এক অনুষ্ঠানের মাধ্যমে সেই বোঝাপড়ার সূচনা হল। এই অনুষ্ঠানে হাজির ছিলেন সচিন তেন্ডুলকর ও অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী ম্যালকম টার্নবুল। কেন্দ্রীয় ক্রীড়ামন্ত্রী বিজয় গোয়েলও এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
ক্রীড়ামন্ত্রী বলেছেন, অ্যাথলিট ও কোচেদের উন্নত প্রশিক্ষণ, ক্রীড়াবিজ্ঞান, ক্রীড়া প্রশাসন ও সততা এবং তৃণমূল স্তর থেকে খেলোয়াড় তুলে আনার বিষয়ে ভারতকে সাহায্য করবে অস্ট্রেলিয়া। ক্রীড়াক্ষেত্রে অস্ট্রেলিয়ার কাছ থেকে অনেক কিছু শেখার আছে ভারতের। খেলাকে বিশেষ গুরুত্ব দিচ্ছে ভারত। স্কুলে খেলাকে বাধ্যতামূলক করার কথা ভাবছে সরকার। কিছুদিনের মধ্যেই প্রতিভাবান খেলোয়াড় চিহ্নিত করার জন্য একটি পোর্টাল চালু করা হবে।
অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী বলেছেন, অস্ট্রেলিয়ান ইনস্টিটিউট অফ স্পোর্টসের আদলে ভারতে জাতীয় ক্রীড়া বিশ্ববিদ্যালয় গড়ার কাজে সাহায্য করবে ভিক্টোরিয়া ও ক্যানবেরা বিশ্ববিদ্যালয়। সচিনের শাশুড়ি অ্যানাবেল মেহতার সংস্থা আপনালয় যে গরিব মেয়েদের খেলা শেখায়, তাদের সঙ্গেও দেখা করেছেন টার্নবুল।
সচিনের সঙ্গে সাক্ষাৎ টার্নবুলের, ক্রীড়াক্ষেত্রে ভারত-অস্ট্রেলিয়া পার্টনারশিপ
Web Desk, ABP Ananda
Updated at:
12 Apr 2017 04:36 PM (IST)
ছবি সৌজন্যে ট্যুইটার
NEXT
PREV
খেলা (sports) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -