রবিবার অনূর্ধ্ব ১৯ বিশ্বকাপের ফাইনালে মুখোমুখি ভারত ও বাংলাদেশ, জেনে নিন, কখন শুরু ম্যাচ, কোথায় দেখা যাবে
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ
Updated at:
08 Feb 2020 11:02 PM (IST)
রবিবার অনূর্ধ্ব ১৯ বিশ্বকাপের ফাইনালে পোচেস্ট্রুমের সেনওয়েস পার্কে বাংলাদেশের মুখোমুখি হচ্ছে গতবারের চ্যাম্পিয়ন ভারত। উপমহাদেশের দুই দলের খেতাব জয়ের লড়াই শুরু হবে রবিবার ভারতীয় সময় দুপুর দেড়টা থেকে।
NEXT
PREV
নয়াদিল্লি: রবিবার অনূর্ধ্ব ১৯ বিশ্বকাপের ফাইনালে পোচেস্ট্রুমের সেনওয়েস পার্কে বাংলাদেশের মুখোমুখি হচ্ছে গতবারের চ্যাম্পিয়ন ভারত। উপমহাদেশের দুই দলের খেতাব জয়ের লড়াই শুরু হবে রবিবার ভারতীয় সময় দুপুর দেড়টা থেকে।
অনূর্ধ্ব ১৯ বিশ্বকাপের ইতিহাসে সবচেয়ে সফল দল ভারত পঞ্চমবার কাপ জয়ের লক্ষ্যে নামবে। এর আগে চারবার (২০০০, ২০০৮, ২০১২ ও ২০১৮) চ্যাম্পিয়ন হয়েছে ভারত। অন্যদিকে, বাংলাদেশের সামনে প্রথমবার কাপ জয়ের হাতছানি।
পাকিস্তানকে ১০ উইকেটে পর্যুদস্ত করে ফাইনালে উঠেছে ভারত। এই নিয়ে পরপর তিনবার ফাইনালে উঠেছে ভারত। অন্যদিকে, নিউজিল্যান্ডকে হারিয়ে প্রথমবার টুর্নামেন্টের ফাইনালে পৌঁছেছে বাংলাদেশ।
গতবারের চ্যাম্পিয়ন ভারত দুরন্ত ছন্দে রয়েছে। টুর্নামেন্টে এখনও তারা অপরাজিত। ফাইনালে ওঠার পথে ভারত হারিয়েছে শ্রীলঙ্কা, জাপান, নিউজিল্যান্ড, অস্ট্রেলিয়া ও পাকিস্তানকে। ২০১৬-র ফাইনালে ওয়েস্ট ইন্ডিজের কাছে বারের পর ভারতের ছোটরা বয়সভিত্তিক প্রতিযোগিতায় এখনও পর্যন্ত পরপর ১১ ম্যাচে জিতেছে।
পোচেস্ট্রুমের সেনওয়েস পার্কে রবিবার খেলা হবে অনূর্ধ্ব ১৯ বিশ্বকাপের ফাইনাল ম্যাচ। ম্যাচ শুরু ভারতীয় সময় দুপুর দেড়টায়।
স্টার স্পোর্টস ৩-তে এই ম্যাচের সরাসরি সম্প্রচার দেখা যাবে।
ভারতীয় দল : প্রিয়ম গর্গ (অধিনায়ক), কার্তিক ত্যাগী, যশস্বী জয়সওয়াল, বিদ্যাধর পাটিল, তিলক ভার্মা, শুভং হেগড়ে, দিব্যাংশ সাক্সেনা, রবি বিষ্ণোই, শাশ্বত রাওয়াত, ধ্রুব জুড়েল, সিদ্ধেশ ভীর, আকাশ সিংহ, অথর্ব আনকোলেকার, সুশান্ত মিশ্র, কুমার কুশাগ্র
বাংলাদেশ দল : তৌহিদ হৃদয়, শোরিফুল ইসলাম, তানজিদ হাসান, মৃত্যুঞ্জয় চৌধুরী, রাকিবুল হাসান জয়, প্রান্তিক নওরোজ নাবিল, পারভেজ হোসেন ইমন, তানজিম হাসান সাকিব, শাহিন আলম, হাসান মুরাদ
নয়াদিল্লি: রবিবার অনূর্ধ্ব ১৯ বিশ্বকাপের ফাইনালে পোচেস্ট্রুমের সেনওয়েস পার্কে বাংলাদেশের মুখোমুখি হচ্ছে গতবারের চ্যাম্পিয়ন ভারত। উপমহাদেশের দুই দলের খেতাব জয়ের লড়াই শুরু হবে রবিবার ভারতীয় সময় দুপুর দেড়টা থেকে।
অনূর্ধ্ব ১৯ বিশ্বকাপের ইতিহাসে সবচেয়ে সফল দল ভারত পঞ্চমবার কাপ জয়ের লক্ষ্যে নামবে। এর আগে চারবার (২০০০, ২০০৮, ২০১২ ও ২০১৮) চ্যাম্পিয়ন হয়েছে ভারত। অন্যদিকে, বাংলাদেশের সামনে প্রথমবার কাপ জয়ের হাতছানি।
পাকিস্তানকে ১০ উইকেটে পর্যুদস্ত করে ফাইনালে উঠেছে ভারত। এই নিয়ে পরপর তিনবার ফাইনালে উঠেছে ভারত। অন্যদিকে, নিউজিল্যান্ডকে হারিয়ে প্রথমবার টুর্নামেন্টের ফাইনালে পৌঁছেছে বাংলাদেশ।
গতবারের চ্যাম্পিয়ন ভারত দুরন্ত ছন্দে রয়েছে। টুর্নামেন্টে এখনও তারা অপরাজিত। ফাইনালে ওঠার পথে ভারত হারিয়েছে শ্রীলঙ্কা, জাপান, নিউজিল্যান্ড, অস্ট্রেলিয়া ও পাকিস্তানকে। ২০১৬-র ফাইনালে ওয়েস্ট ইন্ডিজের কাছে বারের পর ভারতের ছোটরা বয়সভিত্তিক প্রতিযোগিতায় এখনও পর্যন্ত পরপর ১১ ম্যাচে জিতেছে।
পোচেস্ট্রুমের সেনওয়েস পার্কে রবিবার খেলা হবে অনূর্ধ্ব ১৯ বিশ্বকাপের ফাইনাল ম্যাচ। ম্যাচ শুরু ভারতীয় সময় দুপুর দেড়টায়।
স্টার স্পোর্টস ৩-তে এই ম্যাচের সরাসরি সম্প্রচার দেখা যাবে।
ভারতীয় দল : প্রিয়ম গর্গ (অধিনায়ক), কার্তিক ত্যাগী, যশস্বী জয়সওয়াল, বিদ্যাধর পাটিল, তিলক ভার্মা, শুভং হেগড়ে, দিব্যাংশ সাক্সেনা, রবি বিষ্ণোই, শাশ্বত রাওয়াত, ধ্রুব জুড়েল, সিদ্ধেশ ভীর, আকাশ সিংহ, অথর্ব আনকোলেকার, সুশান্ত মিশ্র, কুমার কুশাগ্র
বাংলাদেশ দল : তৌহিদ হৃদয়, শোরিফুল ইসলাম, তানজিদ হাসান, মৃত্যুঞ্জয় চৌধুরী, রাকিবুল হাসান জয়, প্রান্তিক নওরোজ নাবিল, পারভেজ হোসেন ইমন, তানজিম হাসান সাকিব, শাহিন আলম, হাসান মুরাদ
খেলা (sports) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -