কানপুর: ইংরেজ সাংবাদিকরা যতই সাসেক্সের বাঁ হাতি পেসার টাইমাল মিলসকে নিয়ে আশাবাদী হয়ে উঠুন না কেন, ভারতের অধিনায়ক বিরাট কোহলি বিশেষ গুরুত্ব দিতে নারাজ। সাসেক্সের ২৪ বছর বয়সি এই পেসারকে নিয়ে এক ব্রিটিশ সাংবাদিকের প্রশ্নের উত্তরে তিনি বলেছেন, ‘আমি ওর খেলা বিশেষ দেখিনি। তবে ঘণ্টায় ৯০ মাইল গতিতে বল করতে পারে এমন অনেক পেসারের বল খেলেছি। এটা কোনও সমস্যা না।’ এখনও পর্যন্ত মাত্র একটি আন্তর্জাতিক টি-২০ ম্যাচ খেলেছেন মিলস। শ্রীলঙ্কার বিরুদ্ধে সেই ম্যাচে তিনি উইকেট পাননি। কিন্তু ঘরোয়া ক্রিকেটে ধারাবাহিকভাবে দ্রুতগতিতে বল করে চলা এই পেসারকে নিয়ে আশাবাদী ইংল্যান্ডের সীমিত ওভারের দলের অধিনায়ক ইয়ন মর্গ্যান। আগামীকাল ভারতের বিরুদ্ধে টি-২০ সিরিজের প্রথম ম্যাচে দলে থাকতে পারেন মিলস। ইংল্যান্ডের ঘরোয়া টি-২০ ম্যাচে ১৫০ কিমি গতিবেগের বলে ক্রিস গেইলকে বোল্ড করে বিখ্যাত হয়ে যান মিলস। ইংল্যান্ড শিবিরের আশা, গতি ও বাউন্সের মাধ্যমে ভারতীয় ব্যাটসম্যানদের সমস্যায় ফেলবেন এই পেসার। তবে বিরাট বলেছেন, ‘ইংল্যান্ড টি-২০ বিশেষজ্ঞ হিসেবেই মিলসকে এনেছে। ওর হয়তো এই ফর্ম্যাটে পারফর্ম করার দক্ষতা আছে। দ্বিতীয় ম্যাচের পরে হয়তো ওর সম্পর্কে কিছু বলতে পারব।’