ইন্দওর: #৪৭৫ রানের টার্গেট তাড়া করতে নেমে চতুর্থ দিনে চা পানের বিরতিতে ৩৮ রানে এক উইকেট খুইয়ে ধুঁকছে নিউজিল্যান্ড। খেলার এখনও বাকি চারটি সেশন। তার মধ্যে জিততে গেলে কিউয়িদের করতে হবে আরও ৪৩৭ রান। যা মার্টিন গাপটিল, কেন উইলিয়ামসনরা করতে পারবেন বলে বোধহয় নিউজিল্যান্ডের অতি বড় সমর্থকরাও আশা করছেন না। বরং বাকি ৯ উইকেট তুলে নিয়ে ভারতের হোয়াইট ওয়াশের সম্ভাবনা উজ্জ্বল।
এর আগে এদিন ৪৭৪ রানে এগিয়ে থেকে দ্বিতীয় ইনিংস ডিক্লেয়ার করে দেয় ভারত। দ্বিতীয় ইনিংসে ৩ উইকেটে ২১৬ রান করে ইনিংসের সমাপ্তি ঘোষণা করেন বিরাট কোহলি। দ্বিতীয় ইনিংসে সেঞ্চুরি করেন চেতেশ্বর পূজারা। তিনি ১০১ রানে অপরাজিত থাকেন। অধিনায়ক কোহলি ১৭ রান করে আউট হন। ২৩ রানে অপরাজিত থাকেন অজিঙ্ক রাহানে।
চোট পেয়ে গতকাল আহত ও অবসৃত হয়েছিলেন। কিন্তু এরপরও চমকপ্রদ প্রত্যাবর্তন গৌতম গম্ভীরের। দুই বছর পর জাতীয় দলে ফিরে অসাধারণ ইনিংস গম্ভীরের। অর্ধশতরান করেছেন তিনি। নিউজিল্যান্ডের বিরুদ্ধে চলতি সিরিজের তৃতীয় টেস্টে চতুর্থ দিনে দ্বিতীয় ইনিংসে লাঞ্চ পর্যন্ত ভারতের সংগ্রহ ছিল ২ উইকেটে ১২৭ রান।
গতকালের বিনা উইকেটে ২৮ রান নিয়ে চতুর্থ দিনের খেলা শুরু করে ভারত। কিন্তু কিছুক্ষণের মধ্যেই ফিরে যান মুরলী বিজয়। দলের রান তখন ৩৪। বিজয়ের সংগ্রহ ১৯। এরপর ব্যাট করতে নামেন গম্ভীর। ৫৬ বলে ৫০ রান করেন তিনি। মারেন ৬টি বাউন্ডারি। জিতেন পটেলের বলে আউট হন তিনি।
Election Results 2024
(Source: ECI/ABP News/ABP Majha)
চা পানের বিরতিতে নিউজিল্যান্ড ৩৮/১
Web Desk, ABP Ananda
Updated at:
11 Oct 2016 02:29 PM (IST)
NEXT
PREV
খেলা (sports) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -