কটক: কে এল রাহুল (KL Rahul) চোট পেয়ে গোটা সিরিজ থেকে ছিটকে যাওয়ায় তাঁর কাঁধে পড়েছিল জাতীয় দলকে নেতৃত্ব দেওয়ার দায়িত্ব। তবে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে টি-টোয়েন্টি সিরিজে ঋষভ পন্থের (Rishabh Pant) নেতৃত্ব দেওয়ার ধরন দেখে হতাশ সুনীল গাওস্কর-গ্রেম স্মিথের মতো প্রাক্তনীরা।


রবিবার কটকে দীনেশ কার্তিকের (Dinesh Karthik) আগে ব্যাট করতে পাঠানো হয় অক্ষর পটেলকে। যা নিয়ে প্রবল ক্ষুব্ধ প্রাক্তন তারকারা। বিশেষ করে আইপিএলে কার্তিক যে রকম ফর্মে ছিলেন, তার পরে কেন কার্তিককে আগে পাঠিয়ে রানের গতি বাড়ানোর চেষ্টা করা হল না, তা নিয়ে বিস্ময় প্রকাশ করেছেন গাওস্কররা।


'মাঝে মধ্যে ফিনিশার কথাটা ব্যবহার করা হয়। ধরে নেওয়া হয় যে, ফিনিশার ১৫তম ওভারের পর ব্যাট করতে নামবে। আমি বুঝিনি কী করে কার্তিকের আগে অক্ষর পটেলকে পাঠানো হল। দেখো ভারতের হয়ে ও কটা ম্যাচ খেলেছে। কীভাবে ওর আগে অক্ষর পটেল ব্যাট করে? আমার মাথায় ঢুকছে না।'


গাওস্কর আরও বলেন, ‘‘এই দলটার সব থেকে বড় সমস্যা হল ভুবনেশ্বর কুমার এবং যুজবেন্দ্র চহাল ছাড়া উইকেট নেওয়ার মতো আর কোনও বোলার নেই। উইকেট নিতে না পারলে তো বিপক্ষকে চাপে ফেলা যাবে না। দুটো ম্যাচে ভুবনেশ্বর ছাড়া আর এক জনকে দেখেও কি মনে হয়েছে উইকেট নিতে পারে? এক মাত্র ওর বলই স্যুইং করছিল। আর কেউ বল স্যুইং করাতে পারেনি। সেই কারণে ২১১ রান করেও ভারত জিততে পারেনি।’’


দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে পাঁচ ম্যাচের সিরিজে প্রথম দু’টি ম্যাচে ভারতকে হারতে হয়েছে যথাক্রমে ৭ উইকেটে ও ৪ উইকেটে। দু’টি ম্যাচে মাত্র ৯টি উইকেট নিয়েছেন ভারতীয় বোলাররা। ভুবনেশ্বর ছাড়া কেউই ভাল বল করতে পারেননি। পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে ০-২ পিছিয়ে রয়েছে টিম ইন্ডিয়া।


আরও পড়ুন: শাস্ত্রীয় বচন 'নো উমরান', কিন্তু কেন?