মুম্বই: তিনি বরাবরই স্রোতের বিপরীতে হাঁটতে পছন্দ করেন। ভারতীয় দলের কোচ থাকাকালিন একাধিক সময় একাধিক ইস্যুতে তাঁকে নিয়ে প্রশ্ন উঠেছে। কিন্তু নিজের সোয়্যাগ থেকে একেবারেই পিছপা হননি তিনি। সেই রবি শাস্ত্রীই (Ravi Shastri) এবার মন্তব্য করলেন উমরান মালিককে নিয়ে। জম্মু কাশ্মীরের (Jammu Kashmir) তরুণ এই পেসার এই মুহূর্তে ভারতীয় ক্রিকেটে শোরগোল ফেলে দিয়েছেন। ঘণ্টা দেড়শো কিলোমিটার গতিতে নিয়মিত বল করা এই পেসার দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে টি-টোয়েন্টি সিরিজেও জাতীয় দলে সুযোগ পেয়েছেন। যদিও এখনও মাঠে নামা হয়নি তাঁর। অনেকেই বলছেন টি-টোয়েন্টি বিশ্বকাপে ভারতের সম্পদ হয়ে উঠতে পারেন উমরান। তবে এবার অন্য সুর শোনা গেল রবি শাস্ত্রীর মুখে।
কী বলেছেন শাস্ত্রী?
এক সাক্ষাৎকারে ভারতীয় ক্রিকেট দলের প্রাক্তন কোচ ও প্রাক্তন অলরাউন্ডার শাস্ত্রী বলেন, ''আমি চাই না এখনও উমরানকে টি-টোয়েন্টি বিশ্বকাপের স্কোয়াডে নেওয়া হোক। ওকে আরও সময় দিতে হবে, তৈরি করতে হবে। যদি সাদা বলের ক্রিকেটেই খেলাতে হয়, তবে ওকে ওয়ান ডে ফর্ম্যাটে খেলানো উচিত। লাল বলের ক্রিকেটেও খেলানো যেতে পারে। সেই সময়ের মধ্য়ে টিম ম্যানেজমেন্টেরও ওকে আরও ভাল করে দেখে নেওয়া উচিত।''
প্রতিনিয়ত দেড়শো কিলোমিটার গতিতে বল। আইপিএলে বিশ্বের তাবড় তাবড় ব্যাটারদের ঘুম উড়িয়ে দিয়েছিলেন নিজের গতি দিয়ে। সানরাইজার্স হায়দরাবাদের জার্সিতে এই মরসুমে আইপিএলে ১৪ ম্যাচে ২২ উইকেট নিয়ে নজর কেড়েছেন। পাঁচ ম্যাচের সিরিজে প্রথম ম্যাচে সুযোগ না পেয়ে কিছুটা হতাশ হয়েছিলেন উমরান। তবে তিনি আশাবাদী যে সুযোগ আসবেই। নেটে আগের দিন অনুশীলনে ঋষভ পন্থকে বল করছিলেন উমরান। সেই সময় আচমকাই উমরানের একটি বল ডিফেন্স করে পন্থ দেখেন যে তাঁর ব্যাট কিছুটা ভেঙে গিয়েছে। যা সোশ্য়াল মিডিয়ায় ভাইরাল হয়েছে মুহূর্তের মধ্যে।
আরও পড়ুন: 'বাঘের মত ক্ষিপ্রতা ছিল ওদের খেলায়', সুনীলদের দরাজ সার্টিফিকেট স্টিমাচের