সেঞ্চুরিয়ন: আগামী ২৬ ডিসেম্বর থেকে সেঞ্চুরিয়নে শুরু হতে চলেছে ভারত-দক্ষিণ আফ্রিকা প্রথম টেস্ট। কিন্তু সেই টেস্টে ভারতের প্রথম একাদশে অনিশ্চিত অজিঙ্ক রাহানে (ajinkya rahane)। গতকালই রোহিত শর্মার পরিবর্তে কে এল রাহুলকে (k l rahul) সহ অধিনায়ক নির্বাচিত করা হয়েছে। আর এরপরই অজিঙ্ক রাহানের প্রথম একাদশে সুযোগ পাওয়া রীতিমতো অনিশ্চিত। অন্তত তেমনই মনে করেন প্রাক্তন ভারতীয় ওপেনার আকাশ চোপড়া (akash chopra)। নিজের সোশ্যাল মিডিয় কু-তে একটি ভিডিও শেয়ার করে আকাশ চোপড়া বলেছেন, ''কে এল রাহুলকে টেস্ট দলে ভারতের সহ অধিনায়ক নির্বাচিত করা হয়েছে। ওয়ান ডে ফর্ম্যাটে রোহিত অধিনায়ক, সেখানেও খুব সম্ভবত রাহুলই সহ অধিনায়কের দায়িত্ব সামলাবেন। আর সেই জন্যই আমরা মনে হয় যে অজিঙ্ক রাহানের পক্ষে টেস্ট স্কোয়াডে প্রথম একাদশে সুযোগ পাওয়া খুব কঠিন হতে পারে। কয়েক দিন আগেই ওঁ টেস্ট দলে অধিনায়কত্ব করেছেন। কিন্তু এখন ও সহ অধিনায়কও নয় দলের। ভারতীয় ক্রিকেটে বদল হচ্ছে।''
রোহিত শর্মা (Rohit Sharma) চোটের জন্য নেই। হ্যামস্ট্রিংয়ের চোট তাঁকে পুরো টেস্ট সিরিজ থেকেই ছিটকে দিয়েছে। আপাতত বেঙ্গালুরুর জাতীয় ক্রিকেট অ্যাকাডেমিতে রিহ্যাবিলিটেশন চলছে তাঁর।
রোহিতের পরিবর্তে ২৬ ডিসেম্বর থেকে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে শুরু হতে চলা তিন ম্যাচের টেস্ট সিরিজে বিরাট কোহলির (Virat Kohli) টিম ইন্ডিয়ার সহ-অধিনায়কের দায়িত্ব পালন করবেন ওপেনার কে এল রাহুল (KL Rahul)। শনিবার ভারতীয় ক্রিকেট বোর্ড থেকে এই তথ্য আনুষ্ঠানিকভাবে জানানো হয়েছে। চোটের কারণে এই সিরিজের বাইরে চলে গিয়েছেন রোহিত শর্মা। সেই কারণেই বিরাটের ডেপুটি হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে কেএল রাহুলকে।
বিরাট কোহলির (Virat Kohli) ডেপুটি হয়ে দক্ষিণ আফ্রিকা যাওয়ার কথা ছিল রোহিত শর্মার। কিন্তু শেষ মুহূর্তে হ্যামস্ট্রিংয়ে চোট পেয়ে দক্ষিণ আফ্রিকা (South Africa) যেতে পারেননি মুম্বই ইন্ডিয়ান্সের 'হিটম্যান'। তাঁর অনুপস্থিতিতে ভারতীয় দলের সহ-অধিনায়ক হলেন কেএল রাহুল (KL Rahul)।