নয়াদিল্লি: শ্রীলঙ্কার বিরুদ্ধে মোহালিতে চলতি টেস্টে প্রথম ইনিংসে রানের পাহাড় গড়ল ভারত। ৫৭৪ রানে প্রথম ইনিংসের সমাপ্তি ঘোষণা করল টিম ইন্ডিয়া। প্রথম ইনিংসে আট উইকেট হারিয়ে ৫৭৪ রান করে রোহিত শর্মার দল। ইনিংসের সমাপ্তি ঘোষণা করায় দ্বিশতরান করার সুযোগ পেলেন না জাডেজা। কিন্তু এই অনবদ্য ইনিংসের পথে একটি অনন্য রেকর্ড গড়লেন জাডেজা।
২২৮ বলে ১৭৫ রানে অপরাজিত থেকে প্যাভিলিয়নে ফিরলেন জাডেজা। তাঁর ইনিংসে ছিল ১৭ বাউন্ডারি ও ৩ টি ওভার বাউন্ডারি। এই ইনিংসের দৌলতেই বিশ্ব রেকর্ড গড়ে ফেললেন তিনি। ষষ্ঠ উইকেট বা তারও নিচের লোয়ার অর্ডারের ব্যাটারদের সঙ্গে তিন-তিনটি শতরানের জুটি গড়েছেন তিনি। একই ইনিংসে ষষ্ঠ উইকেট বা তার নিচের সারির ব্যাটারদের সঙ্গে তিন-তিনটি শতরানের জুটি বিশ্বের প্রথম ব্যাটসম্যান হিসেবে গড়লেন জাডেজা। তাঁর আগে বিশ্বের আরও কোনও ব্যাটসম্যানই এই কৃতিত্ব অর্জন করতে পারেননি।
শ্রেয়স আয়ার আউট হওয়ার পর বাইশ গজে নেমেছিলেন জাডেজা। ষষ্ঠ উইকেটে ঋষভ পন্থের (৯৬) সঙ্গে ১০৪ রানের পার্টনারশিপ গড়েন তিনি। এরপর রবিচন্দ্রন অশ্বিনের সঙ্গে জুটি বাঁধেন জাডেজা। অশ্বিনের সঙ্গে জাডেজার জুটিতে স্কোরবোর্ডে ১৩০ রান যোগ হয়। ৮২ বলে ৬১ রান করে প্যাভিলিয়নে ফেরত যান অশ্বিন। তাঁর ইনিংসে রয়েছে আটটি বাউন্ডারি। এরপর নবম উইকেটে মহম্মদ শামির সঙ্গে ১০৩ রানের অপরাজিত পার্টনারশিপ গড়েন জাডেজা। এই জুটিতে শামির অবদান ছিল ২০ রান। তিনি ৩৬ বলে ২০ রান করে অপরাজিত থাকেন। এভাবে মোহালিতে প্রথম ইনিংসে তিন-তিনটি শতরানের পার্টনারশিপ গড়লেন জাডেজা।
এর আগে গতকাল টেস্টের প্রথম দিনে ভারতের প্রাক্তন অধিনায়ক বিরাট কোহলি তাঁর শততম টেস্টে ৮ হাজার রান সংগ্রহের কৃতিত্ব অর্জন করেন। ঋষভ পন্থ ৯৭ বলে ৯৬ রানের আগ্রাসী ইনিংস খেলেন। প্রথম দিনের শেষে শ্রীলঙ্কার বিরুদ্ধে ভারতের রান ছিল ৬ উইকেটে ৩৫৭।এরপর আজ ৫৭৪ রানে প্রথম ইনিংসের সমাপ্তি ঘোষণা করে ভারত।