নয়াদিল্লি: গত পাঁচ টেস্টে ধারাবাহিক পারফরম্যান্সের দৌলতে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে সিরিজের প্রথম একদিনের ম্যাচে নীল জার্সিতে অভিষেক হল ঋসভ পন্তের। আর প্রথম একদিনের ম্যাচে দলের ক্যাপ পেলেন ভারতীয় দলের প্রাক্তন অধিনায়ক মহেন্দ্র সিংহ ধোনির হাত থেকে।
সীমিত ওভারের ক্রিকেটে ধোনির ব্যাটে সেই চেনা ছন্দ দেখা যাচ্ছে না। মিডল অর্ডারে ব্যাটিং সমস্যার সমাধানের জন্য ভারতের একদিনের দলে সুযোগ দেওয়া হয়েছে ঋসভকে। গতকালের ম্যাচে ব্যাটিংয়ের সুযোগ অবশ্য পাননি এই তরুণ ক্রিকেটার। তবে ২৪৪ তম ক্রিকেটার হিসেবে একদিনের ক্রিকেটে ভারতীয় ক্রিকেটার হিসেবে অভিষেক নিয়ে উচ্ছ্বসিত ঋসভ।



তাঁর আইডল ধোনির হাত থেকে ক্যাপ নেওয়ার ছবি পোস্ট করে সোশ্যাল মিডিয়ায় আবেগবিহ্বল বার্তা দিয়েছেন ঋসভ। লিখেছেন, এই ক্যাপ পরতে পারার জন্য গর্বিত। যাত্রাপথের সঙ্গী সবাইকে ও ওপরওয়ালাকে ধন্যবাদ।