IND vs AFG, Asia Cup LIVE: আফগানিস্তানের বিরুদ্ধে ১০১ রানে জয় ভারতের

Asia Cup 2022, Match 11, IND vs AFG: দুই দলের হারানোর কিছুই নেই। তাই নির্ভয়ে নিজেদের দক্ষতা প্রদর্শনে আগ্রহী হবে দুই দল। এর ফলে চাপমুক্ত দুই দলের মধ্যে এক ভাল লড়াই চোখে পড়তেই পারে।  

ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ Last Updated: 08 Sep 2022 10:41 PM
IND vs AFG, Asia Cup LIVE: আফগানিস্তানকে হারাল ভারত

আফগানিস্তানকে নিয়মরক্ষার ম্যাচে হারিয়ে এশিয়া কাপে নিজেদের অভিযান শেষ করল ভারত।

IND vs AFG: ভুবির ৫ শিকার

দুরন্ত স্পেল ভুবির। একাই তুলে নিলেন ৫ উইকেট। 

IND vs AFG, Asia Cup LIVE: ভয়ঙ্কর ভুবি

বল হাতে ভয়ঙ্কর ভুবনেশ্বর কুমার। পরপর ৪ উইকেট তুলে ভেঙে দিলেন আফগানদের ব্যাটিং লাইন আপ।

IND vs AFG: ভুবির জোড়া শিকার

ব্যাট করতে নেমে প্রথম ওভারেই ২ উইকেট হারাল আফগানিস্তান। জোড়া শিকার ভুবনেশ্বরের।

IND vs AFG, Asia Cup LIVE: শতরান কোহলির

দুরন্ত সেঞ্চুরি বিরাট কোহলির। আফগানিস্তানের বিরুদ্ধে ছক্কা হাঁকিয়ে সেঞ্চুরি কোহলির।

IND vs AFG: আউট সূর্যকুমার

প্রথম বলে ছক্কা হাঁকিয়ে পরের বলে ফিরলেন সূর্যকুমার যাদবও।

IND vs AFG, Asia Cup LIVE: আউট রাহুল

৪১ বলে ৬২ রান করে প্যাভিলিয়নে ফিরলেন কে এল রাহুল। ভারতের প্রথম উইকেটের পতন।

IND vs AFG: অর্ধশতরান বিরাট-রাহুলের

দুরন্ত অর্ধশতরান হাঁকালেন বিরাট কোহলি ও কে এল রাহুল।

IND vs AFG, Asia Cup LIVE: ১০ ওভারে ভারতের স্কোর ৮৭/০

১০ ওভারে কোনও উইকেট না হারিয়ে ৮৭ রান বোর্ডে তুলে ফেলেছে টিম ইন্ডিয়া। 

IND vs AFG: পাওয়ার প্লে শেষে ভারতের স্কোর ৫২/০

মারমুখি রাহুল-বিরাট। ৬ ওভার শেষে ভারতের স্কোর বিনা উইকেটে ৫২।

IND vs AFG, Asia Cup LIVE: ওপেনে বিরাট

রোহিত না খেলায় এবার ওপেনিংয়ে রাহুলের সঙ্গে নামলেন বিরাট কোহলি।

IND vs AFG: বিশ্রাম রোহিত, নেতৃত্বে রাহুল

আফগানিস্তানের বিরুদ্ধে বিশ্রামে রোহিত শর্মা। ভারতের নেতৃত্বে কে এল রাহুল।

IND vs AFG, Asia Cup LIVE: টস জিতে বোলিং আফগানিস্তানের

আফগানিস্তানের বিরুদ্ধে টসে হার ভারতের। ব্যাটিং বিরাট, রাহুলদের।

প্রেক্ষাপট

দুবাই: গতকাল রাতেই মাত্র ১২৯ রানের পুঁজি নিয়েও পাকিস্তানের (Pakistan Cricket Team) বিরুদ্ধে শেষ পর্যন্ত লড়াই করে গিয়েছে আফগানিস্তান (Afganistan Cricket Team)। তবে শেষমেশ পরাজিতই হতে হয়েছে আফগানদের। আফগানদের এই পরাজয়ে তাদের পাশাপাশি ভারতেরও এ বারের এশিয়া কাপ (Asia Cup 2022) সফর শেষ হয়ে গিয়েছে। তাই আজ নিয়মরক্ষার ম্য়াচেই মুখোমুখি হবে ভারত ও আফগানিস্তান (IND vs AFG Super 4)। দুই দলের হারানোর কিছুই নেই। তাই নির্ভয়ে নিজেদের দক্ষতা প্রদর্শনে আগ্রহী হবে দুই দল। এর ফলে চাপমুক্ত দুই দলের মধ্যে এক ভাল লড়াই চোখে পড়তেই পারে।  


ম্যাচে দুই দলের তরফেই একগাদা তারকা ক্রিকেটার মাঠে নামবেন। একিদকে যেমন রোহিত শর্মা, বিরাট কোহলিরা রয়েছেন, তেমনই অপরদিকে রয়েছেন রশিদ খান, মহম্মদ নবিদের মতো তারকারা। কীভাবে এই তারকাদের হাড্ডাহাড্ডি লড়াইয়ের সাক্ষী থাকবেন, দেখে নিন।


এখনও চলতি এশিয়া কাপে খুব বেশি শিশিরের প্রভাব দেখা যায়নি। তবে রাতের দিকে দ্বিতীয় ইনিংসে পিচের গতি একটু হলেও বৃদ্ধি পাচ্ছে, তাই দ্বিতীয় ইনিংসে ব্যাটিং করা দল সুবিধা পাচ্ছে। এই ময়দানে গত বছর থেকে ১৯টি ম্যাচে মাত্র দুইবার কোনও দল প্রথমে ব্যাট  করে ম্যাচ জিতেছে। তাই স্পষ্টভাবেই টসে জিতে যে কোনও দলের অধিনায়ক প্রথমে বোলিং করার সিদ্ধান্তই নেবেন, এমনটা ধরে নেওয়াই যায়। পিচে বোলারদের জন্য হালকা মদতও থাকার কথা। তবে তাপমাত্রা কিন্তু ৪০ ডিগ্রির আশেপাশেই থাকার কথা। 


ভারতীয় সময় অনুযায়ী সন্ধ্যা ৭.৩০টা নাগাদই ভারত-আফগানিস্তানের ম্যাচটি অনুষ্ঠিত হবে। টস হওয়ার কথা তার আধ ঘণ্টা আগে অর্থাৎ সন্ধ্যা ৭টা নাগাদ।

- - - - - - - - - Advertisement - - - - - - - - -

TRENDING NOW

© Copyright@2024.ABP Network Private Limited. All rights reserved.