মোহালি: হাতে আর ছয় মাসও নেই। আগামী জুন মাসে টি-টোয়েন্টি বিশ্বকাপের আসর বসতে চলেছে ক্যারিবিয়ান দ্বীপপুঞ্জ ও যুক্তরাষ্ট্রে। তার আগে শেষ আন্তর্জাতিক টি-টোয়েন্টি সিরিজ খেলতে আগামীকাল থেকে মাঠে নামছে ভারতীয় দল। তিন ম্য়াচে সিরিজ। উল্টোদিকে নেই আফগান শিবিরের প্রধান অস্ত্র রশিদ খান। এই পরিস্থিতিতে ঘরের মাঠে আসন্ন সিরিজে খাতায় কলমে এগিয়ে থেকেই মাঠে নামবে ভারত। গত বছর দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে শেষবার টি-টােয়েন্টি সিরিজে খেলতে নেমে ড্র করেছিল ভারত। গত টি-টোয়েন্টি বিশ্বকাপের পর থেকে এখনও পর্যন্ত মোট ২৫টি ম্যাচ খেলেছে টিম ইন্ডিয়া। তার মধ্যে ১৬টি-তে জয় এসেছে। এই মাঝের সময়টাতে ভারতীয় দলে সিনিয়রদের বিশ্রাম দিয়ে কুড়ির ফর্ম্যাটের জন্য জাতীয় দলে অনেক নতুন মুখদের সুযোগ দেওয়া হয়েছে। তার মধ্যে রিঙ্কু সিংহ, জিতেশ শর্মা আছেন, যাঁরা নিজেদের জায়গা মোটামুটি পাকা করে ফেলেছেন দলে।
তবে ভারতীয় দলের জন্য় সুখবর, রোহিত শর্মা ফের ফিরছেন জাতীয় দলে। প্রোটিয়াদের বিরুদ্ধে সীমিত ওভারের ফর্ম্যাটে ও অজিদের বিরুদ্ধে সিরিজেও খেলেননি রোহিত। ওয়ান ডে বিশ্বকাপ ফাইনালে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে হারের পর থেকে আর সীমিত ওভারের ফর্ম্যাটে খেলতে দেখা যায়নি রোহিতকে। এমনকী ২০২২ সালে টি-টোয়েন্টি বিশ্বকাপের পর এই প্রথমবার জাতীয় দলের জার্সিতে টি-টোয়েন্টি ফর্ম্য়াটে খেলতে দেখা যাবে হিটম্যানকে। তিনিই অধিনায়ক।
রোহিতের সঙ্গে যশস্বী জয়সওয়ালই ওপেনিংয়ে নামবেন আগামীকালের প্রথম টি-টোয়েন্টিতে। অস্ট্রেলিয়ার মাটিতে টি-টোয়েন্টি বিশ্বকাপের পর থেকে জয়সওযাল ও গিল দুজনকেই ওপেনার হিসেবে পরীক্ষা নিরীক্ষা করা হয়েছিল। জয়সওয়াল ১৪ ইনিংসে ৪৩০ রান করেছেন। স্ট্রাইক রেট ১৫৯। অন্যদিকে গিল ৩৬৫ রান করেছেন। বিরাট কোহলি না থাকায় তিলক ভার্মার কাছে সুযোগ চলে আসতে পারে তিন নম্বর স্লটে নিজেকে প্রমাণ করার। এখনও পর্যন্ত এই পজিশনে ১৪ ইনিংসে ৩১০ রান করেছেন ১৪১ স্ট্রাইক রেটে। সূর্যকুমার যাদব না থাকায় চারে রিঙ্কু সিংহ উঠে আসবেন। টি-টোয়েন্টি বিশ্বকাপেও যে তিনি ভারতীয় স্কোয়াডে থাকবেন তা একপ্রকার নিশ্চিত। একাদশে উইকেট কিপার ব্যাটার হিসেবে সঞ্জু স্যামসন ও জিতেশ শর্মা রয়েছেন। অভিজ্ঞতার দিক থেকে দেখতে গেলে স্যামসনের সুযোগ পাওয়া উচিত। তবে লোয়ার অর্ডারে আরও একজন পিঞ্চ হিটার চাইবে টিম ম্যানেজমেন্ট। সেক্ষেত্রে জিতেশকে দেখা যেতে পারে।
ভারতের সম্ভাব্য একাদশ: রোহিত শর্মা, যশস্বী জয়সওয়াল, তিলক ভার্মা, রিঙ্কু সিংহ, শিবম দুবে, জিতেশ শর্মা, অক্ষর পটেল, কুলদীপ যাদব, অর্শদীপ সিংহ, মুকেশ কুমার, আবেশ খান