মুম্বই: সদ্য সহ অধিনায়কের পদ থেকে সরিয়ে দেওয়া হয়েছে কে এল রাহুলকে (KL Rahul)। ভারতীয় দলে রোহিত শর্মার (Rohit Sharma) ডেপুটি হবেন কে?


জাতীয় দলের প্রাক্তন অফস্পিনার হরভজন সিংহের (Harbhajan Singh) মতে, ভারতের সহ অধিনায়ক করা উচিত রবীন্দ্র জাডেজাকে (Ravindra Jadeja)।


নিজের ইউটিউব চ্যানেলে ভাজ্জি বলেছেন, 'ভারতের কোনও সহ অধিনায়ক নেই। তাহলে পরের সহ অধিনায়ক কে হতে পারে? আমি সব সময় বিশ্বাস করি যে, অধিনায়ক বা সহ অধিনায়ক এমন কাউকে করা উচিত, যে প্রথম একাদশে নিশ্চিত। সেটা দেশে হোক বা বিদেশে। আর এ ব্যাপারে সেরা রবীন্দ্র জাডেজা। আমার মতে জাডেজাকে সহ অধিনায়ক করা উচিত কারণ এঁতে ওর দায়িত্ববোধ আরও বাড়বে। ও ভাল খেলছে। সিনিয়র হিসাবে অনেকদিন খেলছে। ব্যাটিং হোক বা বোলিং, সেরা ছন্দে রয়েছে।'


হরভজন জোরালভাবে বলেছেন, 'টেস্টে জাডেজাকেই সহ অধিনায়ক করা উচিত। ওয়ান ডে-তেও সহ অধিনায়কত্ব পাওয়া উচিত। আমার অন্তত সেটাই মনে হয়।' হরভজন যোগ করেছেন, 'আমার মনে হয় এই মুহূর্তে রবীন্দ্র জাডেজার চেয়ে ভাল অলরাউন্ডার কেউ নেই। বেন স্টোকস কাছাকাছি আছে। স্টোকসও বড় ম্যাচের প্লেয়ার।'


দিল্লিতে প্রস্তুতি



নয়াদিল্লিতে দ্বিতীয় টেস্ট শেষ হওয়া এবং ইনদওরে তৃতীয় টেস্ট (India vs Australia 3rd Test) শুরু হওয়ার মধ্যে বেশ অনেকটা ব্যবধান রয়েছে। ১ মার্চ শুরু হবে তৃতীয় টেস্ট। তবে সেই টেস্ট শুরুর আগে খবর অনুযায়ী নয়াদিল্লিতেই নিজেদের অনুশীলন সারবে অস্ট্রেলিয়ান দল। 


এএনআই সূত্রে খবর, অরুণ জেটলি স্টেডিয়ামে গোটা অস্ট্রেলিয়ান দল অনুশীলন করতে এসেছিল। সকলে চার থেকে পাঁচ ঘণ্টা মতো অনুশীলনে গা ঘামান। অস্ট্রেলিয়া দল রবিবার নয়াদিল্লি থেকে ইনদওরের উদ্দেশে রওনা দেবে। প্রসঙ্গত, সিরিজের প্রথম দুই টেস্টের দু'টিতেই পরাজিত হয়েছে অস্ট্রেলিয়া। ভারত দুই টেস্ট জিতে বর্ডার-গাওস্কর ট্রফি (Border-Gavaskar Trophy) নিজেদের দখলেই রাখতে সক্ষম হয়েছে। অজি দল তাই সিরিজ বাঁচানোর লক্ষ্যেই ইনদওরে মাঠে নামবে। সিরিজে অন্তত ড্র করতে হলেও বাকি দুই টেস্টেই জিততে হবে অজিদের।


এই সিরিজের ওপর নির্ভর করেই আবার বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের দুই ফাইনালিস্ট নির্ধারিত হবে। অস্ট্রেলিয়া এখনও টেস্ট চ্যাম্পিয়নশিপের তালিকায় শীর্ষে রয়েছে। তবে ভারতের হাতে হোয়াইটওয়াশ হলে এবং নিউজিল্যান্ডকে শ্রীলঙ্কা ২-০ হারালে অস্ট্রেলিয়া কিন্তু ফাইনালে কোয়ালিফাই করতে পারবে না। তাই বাকি টেস্টে অজিদের পারফর্ম করাটা ভীষণই জরুরি। অবশ্য তৃতীয় টেস্টের আগে অজি দলে দুঃসংবাদ। দলের অধিনায়ক প্যাট কামিন্স ম্যাচের আগে দেশ থেকে ফিরতে পারছেন না। তাই স্টিভ স্মিথ অজি দলকে নেতৃত্ব দেবেন।



আরও পড়ুন: ভারত-অস্ট্রেলিয়া প্রথম ২ টেস্টের পিচকে 'অ্যাভারেজ' তকমা দিল আইসিসি