ইন্দোর: বিশ্বকাপের আগে শেষ ওয়ান ডে সিরিজ (ODI Series) জিতে নিল ভারতীয় দল (Indian Cricket Team)। অস্ট্রেলিয়ার বিরুদ্ধে তিন ম্যাচের ওয়ান ডে সিরিজে ২-০ ব্যবধানে এগিয়ে সিরিজ নিশ্চিত করে ফেলল টিম ইন্ডিয়া। বৃষ্টিবিঘ্নিত ম্যাচে ৯৯ রানে অজিদের হারিয়ে দিল কে এল রাহুলের নেতৃত্বাধীন ভারত। বল হাতে ৩টি করে উইকেট তুলে নিলেন ভারতের স্পিন জুটি অশ্বিন-জাডেজা। ইন্দোরের হোলকার স্টেডিয়ামে এই নিয়ে ৭টি ওয়ান ডে ম্য়াচ জয় ছিনিয়ে নিল টিম ইন্ডিয়া।
লক্ষ্য ছিল ৪০০। রান তাড়া করতে নেমে দ্রুত ম্যাথু শর্ট ও স্টিভ স্মিথের উইকেট হারায় অস্ট্রেলিয়া। অজি অধিনায়ক তো কোনও রান না করেই প্যাভিলিয়নে ফেরেন। এরপর ডেভিড ওয়ার্নার ও মার্নাস লাবুশেন মিলে দলের স্কোর সচল রাখার চেষ্টা করেন। ৯ ওভারে ২ উইকেট হারিয়ে বোর্ডে যখন ৫৬ রান। তখন ফের বৃষ্টি নামে। বেশ কিছুক্ষণ খেলা বন্ধ ছিল। ফের যখন খেলা শুরু হয়, তখন পরিবর্তিত পরিস্থিতিতে ৩৩ ওভারে ৩১৭ রান লক্ষ্যমাত্রা দাঁড়ায় অস্ট্রেলিয়ার জন্য। তবে ২১৭ রানের বেশি এগােতে পারেনি অস্ট্রেলিয়ার ইনিংস। সৌজন্যে রবিচন্দ্রন অশ্বিন ও রবীন্দ্র জাডেজা। বিশ্বকাপের স্কোয়াডে সুযোগ না পেলেও নিজের জাত আরও একবার চেনালেন অশ্বিন। এদিন ৭ ওভারে ৪১ রান খরচ করে ৩ উইকেট তুলে নেন তিনি। জাডেজা ৫.২ ওভারে ৪২ রান দিয়ে ২ উইকেট নেন। অস্ট্রেলিয়ার হয়ে ডেভিড ওয়ারনার ৫৩ রান করেন। সিন অ্য়াবট লোয়ার অর্ডারে নেমে ৫৪ রানের ইনিংস খেলেন।
এদিন টস জিতে প্রথমে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নিয়েছিলেন অস্ট্রেলিয়ার অধিনায়ক স্টিভ স্মিথ। প্যাট কামিন্স এদিন না খেলায় স্মিথের ঘাড়ে নেতৃত্বের দায়িত্ব বর্তেছিল। তবে তাঁর বোলাররা একদমই অধিনায়কের আস্থা অর্জন করতে পারলেন না। রুতুরাজকে মাত্র ৮ রানের মধ্যে প্যাভিলিয়নের রাস্তা দেখিয়েছিলেন হ্যাজেলউড। যদিও এরপর বাকিটা পুরোটাই ভারতের দখলে। তিন নম্বরে নেমেছিলেন শ্রেয়স আইয়ার। তিনি গিলের সঙ্গে জুটি বেঁধে দুশো রানের পার্টনারশিপ গড়েন। শুভমন ৯৭ বলে ১০৪ রানের ইনিংস খেলেন। নিজের ইনিংসে ৬টি বাউন্ডারি ও ৪টি ছক্কা হাঁকান তিনি। অন্যদিকে শ্রেয়স ৯০ বলে ১০৫ রান করেন ১১টি বাউন্ডারি ও ৩টি ছক্কা হাঁকিয়ে। দুজনে ফিরে যাওয়ার পর খেলার হাল ধরে কে এল রাহুল ও সূর্যকুমার যাদব। রাহুল ৩৮ বলে ৫২ রান করে আউট হন। ৩টি বাউন্ডারি ও সমসংখ্যক ছক্কা হাঁকান। তবে শেষের দিকে মারমুখি মেজাজে ব্যাটিং করে নিজের অর্ধশতরান পূরণ করেন সূর্যকুমার যাদব। ওয়ান ডে বিশ্বকাপের আগে টানা ২ ম্যাচে অর্ধশতরান করলেন তিনি। এদিন ৩৭ বলে ৭২ রানে অপরাজিত থাকেন তিনি। ৬টি বাউন্ডারি ও ৬টি ছক্কা হাঁকান সূর্য। শেষ পর্যন্ত নির্ধারিত ৫০ ওভারে ৫ উইকেট হারিয়ে ৩৯৯ রান বোর্ডে তুলতে পারে ভারত।