আজ প্রথম সেশনের শেষে অস্ট্রেলিয়ার রান ছিল বিনা উইকেটে ৬৬। ওপেনিং জুটিতে ওঠে ১১২ রান। এরপরেই আঘাত হানেন জসপ্রীত বুমরাহ। তিনি ফেরান অ্যারন ফিঞ্চকে (৫০)। এরপরেই ঘুরে দাঁড়ায় ভারতীয় দল। দিনের শেষে অস্ট্রেলিয়ার রান ৬ উইকেটে ২৭৭। আগামীকাল যত দ্রুত সম্ভব অস্ট্রেলিয়াকে অলআউট করাই ভারতীয় পেসারদের লক্ষ্য থাকবে। সচিনের ভবিষ্যৎবাণী সত্যি প্রমাণ করে দ্বিতীয় টেস্টের প্রথম দিন প্রত্যাবর্তন ভারতের
Web Desk, ABP Ananda | 14 Dec 2018 04:52 PM (IST)
পারথ: প্রথম টেস্টে হারের পর দ্বিতীয় টেস্টের শুরুতে যখন দাপট দেখাচ্ছিল অস্ট্রেলিয়া, তখনও ভারতীয় দলের উপর ভরসা রেখেছিলেন কিংবদন্তী সচিন তেন্ডুলকর। ট্যুইটে তাঁর ভবিষ্যৎবাণী ছিল, ‘আমার মনে হয় উইকেট একটু দ্রুতগতির হয়েছে। যত সময় যাবে উইকেট আরও শক্ত হবে। উইকেটে আরও গতি ও বাউন্স থাকবে।’ সচিনের এই ভবিষ্যৎবাণী সত্যি করে দ্বিতীয় সেশন থেকে ঘুরে দাঁড়ায় ভারতীয় দল। পেসারদের সৌজন্যে পারথ টেস্টের প্রথম দিনের শেষে লড়াইয়ে আছে ভারত।