পারথ: পারথের উইকেটে টসে জিতে ব্যাটিং করতে নেমে শুরুটা দারুন করেছিল অস্ট্রেলিয়া। মধ্যাহ্নভোজ পর্যন্ত তারা কোনও উইকেট হারায়নি। মধ্যাহ্নভোজের পর প্রথম উইকেট হারায় তারা। তবে ততক্ষণে ওপেনিং উইকেট জুটিতে ১০০-র বেশি রান যোগ হয়ে যায়। বোলারদের ওপর ভর করে এরপর ম্যাচে ফিরে আসে ভারত। দিনের খেলার দ্বিতীয় সেসনে অস্ট্রেলিয়ার তিন ব্যাটসম্যানকে আউট করেন ভারতীয় বোলাররা। চা পানের বিরতির পর ফের আঘাত হানে ভারত। এবার স্লিপে অধিনায়ক কোহলির দুরন্ত ক্যাচে ফিরিয়ে দেয় পিটার হ্যান্ডসকোম্বকে।
ইনিংসের ৫৫ তম ওভারে ইশান্ত শর্মার শর্ট বল স্লিপ কর্ডনের ওপর দিয়ে মারার চেষ্টা করেন। কিন্তু দ্বিতীয় স্লিপে দাঁড়িয়ে থাকা কোহলি অনেকটা লাফিয়ে ক্যাচ তালুবন্দী করেন।



তীব্র গতিতে বল উড়ে যাচ্ছিল। কোহলি শূন্যে লাফিয়ে ডান হাতে বলটি ধরলেন। আর ওই ক্যাচ থেকে ভারতীয় সমর্থকদের উচ্ছ্বাস তখন সপ্তমে পৌঁছয়।
এদিন এটাই ছিল ইশান্তের প্রথম উইকেট। ১৬ বলে ৭ রান করে ফিরতে হল হ্যান্ডসকোম্বকে।