রাজকোট: বেনজির পরিস্থিতি ভারতীয় শিবিরে (Team India)।


রাজকোটে আজ, বুধবার অস্ট্রেলিয়ার (Ind vs Aus) বিরুদ্ধে তৃতীয় ওয়ান ডে ম্যাচ খেলছে ভারত। যে ম্যাচ কার্যত নিয়মরক্ষার। কারণ, সিরিজ আগেই জিতে নিয়েছে ভারত। আর সেই ম্য়াচে একাদশ নামানো নিয়েই সমস্যায় পড়ে গিয়েছিল ভারত?


এমনিতেই এই ম্যাচে পাঁচ ক্রিকেটারকে পাচ্ছে না ভারত। যা আগেই ঘোষণা করে দিয়েছিলেন রোহিত শর্মা। অধিনায়ক রোহিত নিজে এই ম্যাচে ফিরেছেন। সিরিজের প্রথম দুই ম্যাচে বিশ্রামে ছিলেন তিনি ও বিরাট কোহলি। দুজনই রাজকোটে খেলছেন। তবে শুভমন গিল, হার্দিক পাণ্ড্য, মহম্মদ শামি, শার্দুল ঠাকুর ও অক্ষর পটেলকে পাওয়া যাবে না বলে মঙ্গলবারই জানিয়ে দিয়েছিলেন রোহিত। অক্ষরের হ্যামস্ট্রিংয়ের চোট এখনও সারেনি। রোহিত জানিয়েছিলেন, ১৩ জন ক্রিকেটারের মধ্যে থেকেই একাদশ বেছে নেওয়া হবে।


তবে বুধবারের ম্যাচে খেলছেন না ঈশান কিষাণও। ভারতীয় শিবির থেকে জানানো হয়েছে, অসুস্থ ঝাড়খণ্ডের ক্রিকেটার। সেই কারণে এই ম্যাচে খেলছেন না। এমনিতে মনে করা হয়েছিল, গিলের অনুপস্থিতিতে এই ম্যাচে রোহিতের সঙ্গে ইনিংস ওপেন করবেন ঈশানই। কিন্তু তিনি না খেলায় টিমলিস্টে বিরাটকে রোহিতের সঙ্গে শুরুতে রাখা হয়েছে। কে এল রাহুল রয়েছেন। ওপেনার হিসাবে খেলার অভিজ্ঞতাও রয়েছে তাঁর। কিন্তু ভারতীয় শিবিরের ইঙ্গিত, রোহিতের সঙ্গে হয়তো ওপেন করবেন কোহলি।


এদিন খেলছেন না আর অশ্বিনও। তাঁর পরিবর্তে ওয়াশিংটন সুন্দরকে খেলানো হচ্ছে। কিন্তু ভারতীয় শিবিরে আর কোনও ক্রিকেটার না থাকায় স্থানীয় চার ক্রিকেটারকে শিবিরে ডাকা হয়েছে। পরিবর্ত ফিল্ডার হিসাবে বা জল ও অন্যান্য সরঞ্জাম মাঠে পৌঁছে দিতে যাঁরা সাহায্য করবেন। চার ক্রিকেটার হলেন ধর্মেন্দ্র জাডেজা, প্রেরক মাঁকড়, বিশ্বরাজ জাডেজা ও হার্ভিক দেশাই।                 


ভারতের প্রথম একাদশ: রোহিত শর্মা (অধিনায়ক), বিরাট কোহলি, শ্রেয়স আইয়ার, কে এল রাহুল (উইকেটকিপার), সূর্যকুমার যাদব, রবীন্দ্র জাডেজা, ওয়াশিংটন সুন্দর, কুলদীপ যাদব, যশপ্রীত বুমরা, মহম্মদ সিরাজ ও প্রসিদ্ধ কৃষ্ণ।                             


আরও পড়ুন: এশিয়ান গেমসে শ্যুটিংয়ে বিশ্বরেকর্ড গড়ে সোনা ভারতের সিফট কৌরের


আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম টেলিগ্রামেও। যুক্ত হোন


https://t.me/abpanandaofficial