রাজকোট: ভারতের বিরুদ্ধে শেষ ওয়ান ডে ম্যাচে জয় ছিনিয়ে নিল অস্ট্রেলিয়া। প্রথম দুটো ম্যাচ জিতে আগেই সিরিজ জিতে নিয়েছিল ভারতীয় দল। শেষ ম্যাচে ভারতীয় একাদশে ছিলেন না ফর্মে থাকা শুভমন গিল ও হার্দিক পাণ্ড্য, মহম্মদ শামি। ম্যাচে প্রথমে ব্যাট করতে নেমে ৩৫২ রান বোর্ডে তুলেছিল অস্ট্রেলিয়া। জবাবে ব্যাট করতে নেমে ২৮৬ রানেই শেষ হয়ে যায় অস্ট্রেলিয়ার ইনিংস। ৬৬ রানে জয় ছিনিয়ে নেয় অজিরা।


রান তাড়া করতে নেমেছিলেন রোহিত শর্মা ও ওয়াশিংটন সুন্দর। ওপেনিং জুটিতে কিছুটা পরীক্ষা চালানো হয়েছিল গিল না থাকায়। সুন্দর যদিও ১৮ রান করেন। তিনি ম্যাক্সওয়েলের শিকার হন। এরপর রোহিত ও বিরাট মিলে দলের স্কোরবোর্ড টেনে নিয়ে যেতে থাকেন। ২ জনেই অর্ধশতরানের ইনিংস খেলেন। বিশ্বকাপের আগে যা স্বস্তি দেবে দ্রাবিড় ও টিম ম্যানেজমেন্টকে। রোহিত ৮১ রান করেন। বিরাট ৫৬ রানে আউট হন। ৪৮ রান করেন শ্রেয়স আইয়ার। ২৬ রানে ফেরেন কে এল রাহুল ও লোয়ার অর্ডারে ৩৫ রানের ইনিংস খেলেন রবীন্দ্র জাডেজা। ব্যাট হাতে সফল না হলেও বল হাতে ৪ উইকেট তুলে নেন ম্য়াক্সওয়েল। ম্যাচের সেরাও হন তিনি। সিরিজ সেরা হন শুভমন গিল।


এদিন টস জিতে প্রথমে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেন অজি অধিনায়ক প্যাট কামিন্স। ওপেনিংয়ে নেমেছিলেন ডেভিড ওয়ার্নার ও মিচেল মার্শ। দুজনেই এদিন শুরু থেকেই মারমুখি মেজাজে ব্য়াটিং শুরু করেন। ওপেনিং জুটিতে ৭৮ রান বোর্ডে তুলে নেন তাঁরা। ৫৬ রানের ইনিংস খেলে আউট হন বাঁহাতি অজি ওপেনার ওয়ার্নার। তবে এরপর স্মিথের সঙ্গে জুটি বেঁধে দলকে এগিয়ে নিয়ে যেতে থাকেন মার্শ। এদিন ৮৪ বলে ৯৬ রানের ইনিংস খেলেন মার্শ। নিজের ইনিংসে ১৩টি বাউন্ডারি ও ৩টি ছক্কা হাঁকান মার্শ। স্মিথ ছন্দে ছিলেন এদিন। তবে ব্যক্তিগত ৭৪ রানের মাথায় সিরাজের বলে লিগেবিফোর হয়ে ফিরতে হয় তাঁকে। নিজের ইনিংসে ৮টি বাউন্ডারি ও ১টি ছক্কা হাঁকিয়েছিলেন। ৭২ রানের ইনিংস খেলে লাবুশেন আউট হন বুমরার বলে। নিজের ইনিংসে তিনি ৯টি বাউন্ডারি হাঁকান। লোয়ার অর্ডারে ২২ বলে ১৯ রানের ইনিংস খেলে অপরাজিত থাকেন প্যাট কামিন্স। একটি বাউন্ডারি হাঁকান অজি অধিনায়ক। শেষ পর্যন্ত নির্ধারিত ৫০ ওভারে ৭ উইকেট হারিয়ে ৩৫২ রান বোর্ডে তুলে নেয় অস্ট্রেলিয়া।