গুয়াহাটি: অস্ট্রেলিয়ার (IND vs AUS) বিরুদ্ধে টি-টোয়েন্টি সিরিজের তৃতীয় ম্যাচে আজ ফের মাঠে নামতে চলেছে টিম ইন্ডিয়া (Indian Cricket Team)। গুয়াহাটির বর্ষাপাড়া স্টেডিয়ামে ২ দল মুখোমুখি হতে চলেছে। প্রথম দুটো ম্যাচেই একপেশে লড়াইয়ে জয় ছিনিয়ে নিয়েছে ভারতীয় দল। বিশেষ করে ভারতের তরুণ ব্যাটিং লাইন আপ দুর্দান্ত পারফর্ম করছে চলতি সিরিজে। আজ জিতলেই সিরিজ মুঠোয়। বিশ্বকাপ ফাইনাল হারের ক্ষত এখনও দগদগ। তার মধ্যে এই সিরিজ জয় কিছুটা প্রলেপ হয়ত দিতে পারবে সেই ক্ষততে। 


এমনিতে উইনিং কম্বিনেশনে খুব একটা ভাঙতে দেখা যায় না ভারতীয় ক্রিকেট দলের টিম ম্য়ানেজমেন্টকে। কিন্তু প্রথম দুটো ম্যাচে বোলিং বিভাগে কিছুটা দুর্বলতা চোখে পড়েছে। শামি, বুমরা, সিরাজের অনুপস্থিতি কিছুটা বোঝা গিয়েছে। তাই তৃতীয় টি-টোয়েন্টিতে হয়ত দুটো বদলের পথে হাঁটতে পারে ভারতীয় টিম ম্য়ানেজমেন্ট। সেক্ষেত্রে অর্শদীপ সিংহের জায়গায় ঢুকতে পারেন আবেশ খান ও অক্ষর পটেলের জায়গায় ঢুকতে পারেন ওয়াশিংটন সুন্দর। অর্শদীপ প্রথম দুটো ম্যাচে বল হাতে একেবারেই আশানরূপ পারফর্ম করতে পারেননি। ওভার প্রতি ১০ এর বেশি রান খরচ করেছেন তিনি। অন্যদিকে অক্ষর পটেলকেও আহামরি মনে হয়নি প্রথম দুটো ম্যাচে। দ্বিতীয় ম্যাচে গ্লেন ম্যাক্সওয়েলের উইকেট পাওয়া একমাত্র সাফল্য তাঁর, বলা যেতে পারে। সেক্ষেত্রে আবেশ ও ওয়াশিংটনকে সুযোগ দেওয়া হতে পারে। তবে জিতেশ শর্মা ও শিভম দুবেদের হয়ত রিজার্ভ বেঞ্চেই কাটাতে হবে।


বিশ্বকাপ (World Cup 2023) ক্রিকেটে আগাগোড়া দুরন্ত ক্রিকেট খেলার পর ফাইনালে অস্ট্রেলিয়ার কাছে হারতে হয় ভারতীয় দলকে। ক্রিকেট বিশ্বযুদ্ধে হারের যে শোক এখনও পুরোটা কাটিয়ে উঠতে পারেনি আসমুদ্রহিমাচল। তাই ভারতবাসীকে সেই হারের ক্ষত ভুলিয়ে দিতে পারে এই টি২০ সিরিজ জয়। অন্তত, অজিদের বিশের ফর্মাটের লড়াইয়ে হারাতে পারলে নিদেন দুধের স্বাদ মিটবে ঘোলে। 


ভারত-অস্ট্রেলিয়ার টি ২০ সিরিজের তৃতীয় ম্যাচটি মঙ্গলবার (২৮ নভেম্বর) সন্ধে ৭ টা থেকে। যে খেলার টস হবে খেলা শুরু আধ ঘণ্টা আগে। অর্থাৎ সন্ধে সাড়ে ৬ টায়।


অনলাইনে খেলা দেখতে চাইলে জিও সিনেমা অ্যাপে (Jio Cinema App) সরাসরি দেখা যাবে খেলার স্ট্রিমিং।               


অফলাইনেও দেখা যাবে খেলা। টিভিতে খেলা দেখতে চাইলে নজর রাখতে হবে স্পোর্টস ১৮ চ্যানেলে। পাশাপাশি খেলার সরাসরি সম্প্রচার হবে কার্লাস সিনেপ্লেক্স চ্যানেলেও।