মেলবোর্ন:অস্ট্রেলিয়ার বিরুদ্ধে বক্সিং ডে টেস্টের জন্য প্রথম একাদশ ঘোষণা করল ভারত। আগামীকাল বুধবার থেকে মেলবোর্ন ক্রিকেট গ্রাউন্ড (এমসিজি)-এ শুরু হচ্ছে এই ম্যাচ। ভারতের প্রথম একাদশে বেশ বড়সড় রদবদল হয়েছে। গত দুটি টেস্টে প্লেয়ারদের পারফরম্যান্সের বিচারে এই পরিবর্তন। বাদ পড়েছেন দুই ওপেনার কে এল রাহুল ও মুরলী বিজয়। অ্যাডিলেড ও পারথে দুই ওপেনারের ব্যর্থতার কারণেই আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক ঘটতে চলেছে ময়াঙ্ক অগ্রবালের। সম্ভবত হনুমা বিহারীর সঙ্গে তাঁকে ওপেন করতে দেখা যাবে। গত চারটি ইনিংসে রাহুলের সর্বোচ্চ স্কোর ৪৪।অ্যাডিলেডে টেস্টের দ্বিতীয় ইনিংসে ওই রান করেছিলেন তিনি। মুরলী বিজয় চলতি সিরিজে গত চারটি ইনিংসে মোট ৪৯ রান করেছেন। সর্বাধিক স্কোর ২০। ২০১৮-তে আটটি টেস্টে তাঁর গড় মাত্র ১৮.৮০। এরমধ্যে আফগানিস্তানের বিরুদ্ধে সেঞ্চুরি করেছিলেন তিনি। প্রথম একাদশে চোট সারিয়ে ফিরেছেন রোহিত শর্মা। সম্ভবত ছয় নম্বরে ব্যাটিং করবেন তিনি। অন্যদিকে, এখনও চোট না সারায় চলতি সিরিজের তৃতীয় টেস্টেও খেলা হচ্ছে না স্পিনার রবিচন্দ্রন অশ্বিনের। দ্বিতীয় টেস্টেও খেলতে পারেননি তিনি। প্রথম একাদশে নেই পেসার উমেশ যাদব। দলে রয়েছেন স্পিনার রবীন্দ্র জাডেজা। তাঁর সঙ্গে বোলিং আক্রমণে থাকছেন তিন পেসার মহম্মদ সামি, ইশান্ত শর্মা ও জসপ্রিত বুমরাহ। ভারতের প্রথম একাদশ:ময়াঙ্ক অগ্রবাল, হনুমা বিহারী, চেতেশ্বর পূজারা, বিরাট কোহলি (অধিনায়ক), আজিঙ্কা রাহানে, রোহিত শর্মা, ঋষভ পন্ত, রবীন্দ্র জাডেজা, মহম্মদ সামি, ইশান্ত শর্মা, জসপ্রিত বুমরাহ। অস্ট্রেলিয়াও তাদের প্রথম একাদশ ঘোষণা করেছে। পিটার হ্যান্ডসকোম্বের জায়গায় দলে এসেছেন অলরাউন্ডার মিচেল মার্শ। অস্ট্রেলিয়ার প্রথম একাদশ: অ্যারন ফিঞ্চ, মার্কাস হারিস, উসমান খোয়াজা, শন মার্শ, ট্র্যাভিস হেড. মিচেল মার্শ, টিম পেইন (অধিনায়ক), প্যাট কামিন্স, মিচেল স্টার্ক, নাথন লায়ন, জোস হ্যাজেলউড। ভারত প্রথম টেস্ট জিতলেও পারথে দ্বিতীয় টেস্টে ভারতকে হারিয়ে সিরিজে সমতা ফিরিয়েছে অস্ট্রেলিয়া।