Ind vs Aus 4th Test: সকাল থেকে একটিমাত্র উইকেট তুলতে সক্ষম অশ্বিনরা, ড্রয়ের পথে টেস্ট ম্যাচ?

Ahmedabad Test: সোমবার মধ্যাহ্নভোজের বিরতি পর্যন্ত যা ইঙ্গিত, তাতে ম্যাচে ফয়সালা হওয়ার সম্ভাবনা ক্রমশ কমছে। কারণ, ম্যাচের পঞ্চম দিন প্রথম সেশনে ৩০ ওভারে ৭০ রান যোগ করেছে অস্ট্রেলিয়া।

Continues below advertisement

আমদাবাদ: ভারত-অস্ট্রেলিয়া (Ind vs Aus) চতুর্থ টেস্ট ম্যাচ কি ড্রয়ের পথে এগচ্ছে?

Continues below advertisement

সোমবার মধ্যাহ্নভোজের বিরতি পর্যন্ত যা ইঙ্গিত, তাতে ম্যাচে ফয়সালা হওয়ার সম্ভাবনা ক্রমশ কমছে। কারণ, ম্যাচের পঞ্চম দিন প্রথম সেশনে ৩০ ওভারে ৭০ রান যোগ করেছে অস্ট্রেলিয়া। এবং মাত্র একটি উইকেট হারিয়ে। সেটিও নৈশপ্রহরী ম্যাথু কুনেমানের উইকেট। যাঁকে এলবিডব্লিউয়ের ফাঁদে ফেলেন আর অশ্বিন। লাঞ্চ ব্রেকে অস্ট্রেলিয়া দ্বিতীয় ইনিংসে তুলেছে ৭৩/১। এখনও ১৮ রানে এগিয়ে আছে ভারত। তবে উইকেটে সেভাবে কোনও ফাটল ধরেনি। পঞ্চম দিনও বল পড়ে দারুণভাবে ব্যাটে আসছে। অলৌকিক কিছু না হলে এখানে বাকি দুই সেশনে অস্ট্রেলিয়ার ৯ উইকেট তোলা বেশ কঠিন।

ফাইনালে ভারত

কয়েকদিন আগে ইংল্যান্ডকে ১ রানে হারিয়ে টেস্ট জিতেছিলেন কেন উইলিয়ামসনরা। সোমবার শ্রীলঙ্কাকে ২ উইকেটে হারাল নিউজিল্যান্ড। প্রায় টি-টোয়েন্টি ক্রিকেটের ঢঙে খেলে। শেষ ওভারে ম্যাচ জেতার জন্য নিউজিল্যান্ডের দরকার ছিল ৮ রানের। বোলার ছিলেন অসিথা ফার্নান্ডো। তাঁর ওভারের শেষ বলে এক রান বাই হিসাবে দৌড়ে নেন উইলিয়ামসন। সেই সঙ্গেই ২ উইকেটে ম্যাচ জিতে নেয় নিউজিল্যান্ড। আর শ্রীলঙ্কা ম্যাচ হারতেই বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে ভারতের খেলা নিশ্চিত হয়ে গেল।

শ্রেয়সকে নিয়ে উদ্বেগ

 

অস্ট্রেলিয়ার বিরুদ্ধে (Ind vs Aus) চতুর্থ টেস্ট ম্যাচের পঞ্চম দিন সাতসকালে ধাক্কা খেল ভারত। পিঠের নীচের অংশের চোটের জন্য ম্যাচ থেকে ছিটকেই গেলেন শ্রেয়স আইয়ার। সোমবার সকালে ভারতীয় ক্রিকেট বোর্ড থেকে জানানো হল, পিঠের চোটের জন্য এই টেস্ট ম্যাচে আর অংশ নেবেন না মুম্বইয়ের তারকা। তাঁর শারীরিক অবস্থার দিকে নজর রাখবে ভারতীয় দলের মেডিক্যাল টিম।

তাঁর পিঠের চোট যে শুধু ভারতীয় শিবিরকে সমস্যায় ফেলেছে তা নয়। বরং শ্রেয়স আইয়ারকে (Shreyas Iyer) নিয়ে আরও বেশি উদ্বেগে কলকাতা নাইট রাইডার্স (Kolkata Knight Riders)। চোটের জন্য না আইপিএল (IPL) থেকেই ছিটকে যেতে হয় কেকেআর (KKR) ক্যাপ্টেনকে!

আইপিএল শুরু হতে আর দিন পনেরো বাকি। ১ এপ্রিল মোহালিতে পাঞ্জাব কিংস ম্যাচ দিয়ে অভিযান শুরু করবে কলকাতা নাইট রাইডার্স। তার আগে পিঠের চোটে নাজেহাল অবস্থা শ্রেয়সের। পরিস্থিতি এতটাই সঙ্গিন যে, আমদাবাদে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে চতুর্থ টেস্টে ভারতের প্রথম ইনিংসে ব্যাটই করতে পারেননি শ্রেয়স। নবম উইকেট পতনের পরই ভারতকে অল আউট ঘোষণা করা হয়। কারণ, ম্যাচ রেফারি ও আম্পায়ারদের জানিয়ে দেওয়া হয় যে, ব্যাট করতে অক্ষম শ্রেয়স।

আরও পড়ুন: শারীরিক অসুস্থতা নিয়েই শতরান! কেমন আছেন বিরাট কোহলি? জানালেন অক্ষর

 
Continues below advertisement
Sponsored Links by Taboola