IND Vs AUS 4th Test: সিরিজের নির্নায়ক টেস্টে ভারতের সামনে জয়ের জন্য লক্ষ্যমাত্রা ৩২৮ রান। চতুর্থ দিনে অস্ট্রেলিয়া তাদের দ্বিতীয় ইনিংসে ২৯৪ রান করেছে। ভারতের হয়ে মহম্মদ সিরাজ ৭১ রান দিয়ে পাঁচ উইকেট নিয়েছেন। অস্ট্রেলিয়া প্রথম ইনিংসে করেছিল ৩৬৯ রান। ভারত প্রথম ইনিংসে করেছিল ৩৩৬ রান। দ্বিতীয় ইনিংসে ৩৩ রানের লিড নিয়ে খেলতে নেমেছিল অস্ট্রেলিয়া। তৃতীয় দিনের শেষে দ্বিতীয় ইনিংসে অস্ট্রেলিয়ার স্কোর ছিল বিনা উইকেটে ২১ রান। এদিন ৫৪ রানের লিড নিয়ে দিনের খেলা শুরু করেছিল অস্ট্রেলিয়া। ৮৯ রানে তাদের প্রথম উইকেট পড়ে। শার্দূল ঠাকুরের বলে আউট হন ওপেনার মার্কাস হ্যারিস (৩৮)। স্কোর বোর্ডে আর দুরান ওঠার পরই আউট হয়ে যান অন্য ওপেনার ডেভিড ওয়ার্নার। ৪৮ রানে ওয়াশিংটন সুন্দরের বলে আউট হন তিনি। মার্নাস লাবুশানেকে ফিরিয়ে দেন সিরাজ। লাবুসানে ২৫ রান করেন। স্টিভ স্মিথ দ্বিতীয় ইনিংসে দলের পক্ষে সর্বাধিক ৫৫ রান করেন। তিনিও সিরাজের বলেই আউট হন। তার আগে ম্যাথু ওয়েডকে খাতা খুলতে না দিয়েই প্যাভিলিয়নে ফেরত পাঠান সিরাজ। ১৯৬ রানে পঞ্চম উইকেটের পতন ঘটে অস্ট্রেলিয়ার। ক্যামেরন গ্রিন (৩৭) ও টিম পেইন (২৭) কিছু গুরুত্বপূর্ণ রান যোগ করেন। ২৯৪ রানে অলআউট হয়ে যায় অস্ট্রেলিয়া।
৩২৮ রানের লক্ষ্য সামনে রেখে ব্যাট করতে নামেন ভারতের দুই ওপেনার রোহিত শর্মা ও শুভমান গিল। বৃষ্টি খেলায় ব্যাঘাত ঘটায়। দিনের শেষে ভারতের রান ৪। রোহিত শর্মা ৪ ও গিল কোনও রান না করে ক্রিজে রয়েছেন।
গাব্বার এই পিচে চতুর্থ ইনিংসে ৩২৮ রান করা খুবই কঠিন, এ বিষয়ে কোনও সন্দেহ নেই। কিন্তু ভারতীয় দল এখনও পর্যন্ত সিরিজে যে লড়াকু মানসিকতা দেখিয়েছে, তা আশ্বস্ত করেছে সমর্থকদের। সেইসঙ্গে বিশেষজ্ঞদেরও প্রশংসা আদায় করে নিয়েছে টিম ইন্ডিয়া। এই ম্যাচে কার্যত অনভিজ্ঞ বোলিং অ্যাটাক নিয়ে খেলতে নেমেও যেভাবে ঘরের মাঠেই অস্ট্রেলিয়াকে ভারতীয় বোলাররা টক্কর দিয়েছেন, তা বিশেষ তারিফের দাবি রাখে।
আগামীকালও বৃষ্টির পূর্বাভাস রয়েছে। এখনও পর্যন্ত সিরিজের ফলাফল ১-১। এই ম্যাচ যারাই জিতবে তারাই পকেটে পুরবে সিরিজ।