বিসিসিআই খেলোয়াড়দের আউটডোর অনুশীলন ও জিম সেশনের ছবি ট্যুইটারে শেয়ার করেছে। ছবিতে চায়নাম্যান বোলার কুলদীপ যাদব, পেসার উমেশ যাদব, অলরাউন্ডার রবীন্দ্র জাডেজা ও চেতেশ্বর পূজারাদের অনুশীলন করতে দেখা গিয়েছে। সেই সঙ্গে ছবিতে দেখা গিয়েছে পেসার টি নটরাজন ও দীপর চাহরকেও।
ভারতীয় দল বর্তমানে ১৪ দিনের কোয়ারেন্টিনে রয়েছে। দলের সাপোর্ট স্টাফ ও খেলোয়াড়দের প্রথম করোনা টেস্ট নেগেটিভ এসেছে।
লেগস্পিনার যুজবেন্দ্র চাহল কুলদীপের সঙ্গে ছবি শেয়ার করে লিখেছেন, ভাই কুলদীপের সঙ্গে ভারতীয় দলে প্রত্যাবর্তন। টিম ইন্ডিয়া অনুশীলনে। হ্যাশট্যাগ কুলচা।
আগামী ২৭ নভেম্বর একদিনের ম্যাচ দিয়ে সফর শুরু হবে। তিন ম্যাচের একদিনের সিরিজের পর টি ২০ এবং তারপর চার ম্যাচের টেস্ট সিরিজে লড়াই হবে ভারত ও অস্ট্রেলিয়ার। ওয়ান ডে ও টি ২০ সিরিজের পর প্রথম টেস্ট খেলে দেশে ফিরে আসবেন অধিনায়ক বিরাট কোহলি।
উল্লেখ্য, বাবা হতে চলেছেন কোহলি। সন্তানের জন্মের সময় স্ত্রী অনুষ্কার কাছেই থাকতে চান তিনি। এ জন্য তিনি বোর্ডের কাছ থেকে পিতৃত্বকালীন ছুটি চেয়েছিলেন। বোর্ড তাঁর ওই আর্জি মঞ্জুর করেছে। তাঁর অনুপস্থিতিতে ভারতের টেস্ট দলের নেতৃত্ব দেবেন আজিঙ্কা রাহানে।
ভারতের সীমিত ওভারের দলের সহ অধিনায়ক রোহিত শর্মাকে একদিন ও টি ২০ সিরিজে বিশ্রাম দেওয়া হয়েছে। তবে টেস্ট সিরিজে খেলবেন তিনি।
ভারতের অস্ট্রেলিয়া সফরের পূর্ণ ক্রীড়াসূচি
ওয়ান ডে সিরিজ
প্রথম ওডিআই- ২৭ নভেম্বর (সিডনি)
দ্বিতীয় ওডিআই-২৯ নভেম্বর (সিডনি)
তৃতীয় ওডিআই-২ ডিসেম্বর (ক্যানবেরা)
টি ২০ সিরিজ
প্রথম ম্যাচ- ৪ ডিসেম্বর (ক্যানবেরা)
দ্বিতীয় ম্যাচ- ৬ ডিসেম্বর (সিডনি)
তৃতীয় ম্যাচ-৮ ডিসেম্বর (সিডনি)
টেস্ট সিরিজ
প্রথম টেস্ট -১৭-২১ ডিসেম্বর (অ্যাডিলেড)
দ্বিতীয় টেস্ট- ২৬-৩০ ডিসেম্বর (মেলবোর্ন)
তৃতীয় টেস্ট- ৭-১১ জানুয়ারি (সিডনি)
চতুর্থ টেস্ট- ১৫-১৯ জানুয়ারি (গাব্বা)