আমদাবাদ: ভারত-অস্ট্রেলিয়া (Ind vs Aus) চতুর্থ টেস্ট ম্যাড়ম্যাড়ে ড্রয়ের পথে এগচ্ছে। সোমবার ম্যাচের পঞ্চম তথা শেষ দিন চা পানের বিরতিতে দ্বিতীয় ইনিংসে অস্ট্রেলিয়ার স্কোর ১৫৮/২। ভারতের চেয়ে ৬৭ রানের লিড নিয়েছে অস্ট্রেলিয়া। তবে ম্যাচের শেষ সেশনে বড়সড় কোনও পটবদলের সম্ভাবনা নেই বললেই চলে। পিচে সেভাবে বল ঘুরছে না। বাউন্সও করছে না। ফলে অমীমাংসিতভাবেই শেষ হওয়ার পথে টেস্ট।


ভারতীয় বোলারদের বিরুদ্ধে পঞ্চমদিন লড়াকু ব্যাটিং করলেন ট্র্যাভিস হেড। একটা সময় মনে হচ্ছিল তাঁর সেঞ্চুরি নিশ্চিত। কিন্তু চা পানের বিরতির ঠিক আগে অক্ষর পটেলের বলে বোল্ড হয়ে যান হেড। সেঞ্চুরি থেকে মাত্র ১০ রান দূরে দাঁড়িয়েছিলেন তখন তিনি। তবে হেড ফিরলেও প্রতিরোধ গড়ে তোলেন মার্নাস লাবুশেন। এই প্রতিবেদন লেখা পর্যন্ত ৬১ রানে ক্রিজে রয়েছেন তিনি। সঙ্গে ৮ রান করে ক্রিজে রয়েছেন স্টিভ স্মিথ।


সোমবার মধ্যাহ্নভোজের সময়ই ইঙ্গিত ছিল যে, ম্যাচে ফয়সালা হওয়ার সম্ভাবনা কমছে। কারণ, ম্যাচের পঞ্চম দিন প্রথম সেশনে ৩০ ওভারে ৭০ রান যোগ করেছিল অস্ট্রেলিয়া। এবং মাত্র একটি উইকেট হারিয়ে। সেটিও নৈশপ্রহরী ম্যাথু কুনেমানের উইকেট। যাঁকে এলবিডব্লিউয়ের ফাঁদে ফেলেন আর অশ্বিন। লাঞ্চ ব্রেকে অস্ট্রেলিয়া দ্বিতীয় ইনিংসে তুলেছিল ৭৩/১। উইকেটে সেভাবে কোনও ফাটল ধরেনি। পঞ্চম দিনও বল পড়ে দারুণভাবে ব্যাটে আসছে। অলৌকিক কিছু না হলে ম্যাচের ফয়সালা হওয়া বেশ কঠিন।


ফাইনালে ভারত


কয়েকদিন আগে ইংল্যান্ডকে ১ রানে হারিয়ে টেস্ট জিতেছিলেন কেন উইলিয়ামসনরা। সোমবার শ্রীলঙ্কাকে ২ উইকেটে হারাল নিউজিল্যান্ড। প্রায় টি-টোয়েন্টি ক্রিকেটের ঢঙে খেলে। শেষ ওভারে ম্যাচ জেতার জন্য নিউজিল্যান্ডের দরকার ছিল ৮ রানের। বোলার ছিলেন অসিথা ফার্নান্ডো। তাঁর ওভারের শেষ বলে এক রান বাই হিসাবে দৌড়ে নেন উইলিয়ামসন। সেই সঙ্গেই ২ উইকেটে ম্যাচ জিতে নেয় নিউজিল্যান্ড। আর শ্রীলঙ্কা ম্যাচ হারতেই বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে ভারতের খেলা নিশ্চিত হয়ে গেল।


শ্রেয়সকে নিয়ে উদ্বেগ


 


অস্ট্রেলিয়ার বিরুদ্ধে (Ind vs Aus) চতুর্থ টেস্ট ম্যাচের পঞ্চম দিন সাতসকালে ধাক্কা খেল ভারত। পিঠের নীচের অংশের চোটের জন্য ম্যাচ থেকে ছিটকেই গেলেন শ্রেয়স আইয়ার। সোমবার সকালে ভারতীয় ক্রিকেট বোর্ড থেকে জানানো হল, পিঠের চোটের জন্য এই টেস্ট ম্যাচে আর অংশ নেবেন না মুম্বইয়ের তারকা। তাঁর শারীরিক অবস্থার দিকে নজর রাখবে ভারতীয় দলের মেডিক্যাল টিম।


তাঁর পিঠের চোট যে শুধু ভারতীয় শিবিরকে সমস্যায় ফেলেছে তা নয়। বরং শ্রেয়স আইয়ারকে (Shreyas Iyer) নিয়ে আরও বেশি উদ্বেগে কলকাতা নাইট রাইডার্স (Kolkata Knight Riders)। চোটের জন্য না আইপিএল (IPL) থেকেই ছিটকে যেতে হয় কেকেআর (KKR) ক্যাপ্টেনকে!


আরও পড়ুন: উইলিয়ামসনের সেঞ্চুরিতে রুদ্ধশ্বাস জয় নিউজিল্যান্ডের, টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে ভারত