ব্রিসবেন: ব্রিসবেন টেস্টের প্রথম দিনের শেষে অস্ট্রেলিয়ার রান ৫ উইকেটে ২৭৪। টিম পেইন ৩৮ ও ক্যামেরন গ্রিন ২৮ রানে ক্রিজে রয়েছেন। দুজনের অবিচ্ছিন্ন জুটিতে ৬১ রান যোগ হয়েছে। অস্ট্রেলিয়ার পক্ষে মার্নাস লাবুশানে ২০৪ বলে ১০৮ রান করেছেন। ম্যাথু ওয়েড ৮৭ বলে ৪৫ এবং স্টিভ স্মিথ ৭৭ বলে ৩৬ রান করেছেন। ভারতের হয়ে টেস্টে অভিষেকের প্রথম দিনই দুটি উইকেট নিয়েছেন টি নটরাজন। মহম্মদ সিরাজ ও ওয়াশিংটন সুন্দর একটি করে উইকেট নিয়েছেন। শার্দূল ঠাকুরও একটি উইকেট নিয়েছেন। ওয়াশিংটন স্মিথকে আউট করে তাঁর টেস্ট কেরিয়ারের প্রথম উইকেট নিয়েছেন।


এদিন ইনিংসের শুরুটা একেবারেই ভালো হয়নি অস্ট্রেলিয়ার। প্রথম ওভারেই সিরাজ ডেভিড ওয়ার্নারকে ফিরিয়ে দেন। এরপরই মার্কাস হ্যারিসকে আউট করেন শার্দূল ঠাকুর।

 এরপর স্মিথ ও লাবুশানের মধ্যে এই নিয়ে পরপর তিনবার ৫০-এর বেশি রানের পার্টনারশিপ হল। ওয়েড ও লাবুশানেকে শেষ সেশনে প্যাভিলিয়নে ফেরত পাঠান নজরাজন।

এরইমধ্যে ভারতের সমস্যা আরও বেড়েছে। চোট পেয়ে মাঠ ছাড়তে হয়েছে পেসার নভদীপ সাইনিকে। তাঁর অসমাপ্ত ওভার পূরণ করতে হাত ঘোরাতে হয় রোহিত শর্মাকেও। খেলার দ্বিতীয় সেশনে আউট হয়েছেন নভদীপ।  চোটের স্ক্যান করতে নভদীপকে পাঠানো হয়েছে।


গাব্বায় শুক্রবার থেকে শুরু হওয়া চতুর্থ টেস্টে ভারতের বিরুদ্ধে টসে জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেয় অস্ট্রেলিয়া।


চোট-আঘাত জর্জরিত ভারতীয় দলের প্রথম একাদশে মোট চারটি পরিবর্তন করা হয়েছে। কার্যত অনভিজ্ঞ বোলিং অ্যাটাক নিয়ে নেমেছে ভারত।  গত ম্যাচের প্রথম একাদশ থেকে বাদ পড়েছেন রবিচন্দ্রণ অশ্বিন, রবীন্দ্র জাডেজা, হনুমা বিহারী ও জসপ্রীত বুমরাহ বাদ পড়েছেন।


সেই জায়গায় প্রথম একাদশে ঢুকেছেন শার্দুল ঠাকুর, টি নটরাজন, ময়াঙ্ক অগ্রবাল ও ওয়াশিংটন সুন্দর। এর মধ্যে আজ ভারতীয় টেস্ট দলে জোড়া অভিষেক ঘটেছে সুন্দর ও নটরাজন। দুজনই তামিলনাড়ুর পেসার।


অন্যদিকে, অস্ট্রেলিয়া দলে একটি পরিবর্তন করা হয়েছে। আহত উইল পুকোভস্কির জায়গায় দলে এসেছেন মার্কাস হ্যারিস। এদিন অস্ট্রেলিয়ার হয়ে ১০০তম টেস্ট খেলছেন নাথান লিয়ঁ।


অধিনায়ক অজিঙ্ক রাহানে বলেন, এটা ঠিক যে দলে অনেক পরিবর্তন হয়েছে। তবে একইসঙ্গে, যারা দলে এসেছে, এটা তাদের কাছে একটা বড় সুযোগ।


চার ম্যাচের সিরিজ বর্তমানে ১-১ ফলে দাঁড়িয়ে রয়েছে।


অস্ট্রেলিয়া - ডেভিড ওয়ার্নার, মার্কাস হ্যারিস, মার্নাস লাবুশ্যেন, স্টিভেন স্মিথ, ম্যাথু ওয়েড, ক্যামেরন গ্রিন, টিম পেইন, প্যাট কামিন্স, মিচেল স্টার্ক, নাথান লিয়ঁ, জস হ্যাজেলউড।


ভারত - রোহিত শর্মা, শুভমন গিল, চেতেশ্বর পূজারা, অজিঙ্ক রাহানে, ময়াঙ্ক রাহানে, ঋষভ পন্ত, ওয়াশিংটন সুন্দর, শার্দুল ঠাকুর, নবদীপ সাইনি, মহম্মদ সিরাজ, টি নটরাজন।