বেঙ্গালুরু: অস্ট্রেলিয়ার বিরুদ্ধে সিরিজের চতুর্থ একদিনের ম্যাচে হেরে গিয়ে আইসিসি একদিনের র‌্যাঙ্কিংয়ে দ্বিতীয় স্থানে নেমে গেল ভারত। ৪৯ ম্যাচ খেলে বিরাট কোহলিদের পয়েন্ট ৫,৮২৮। রেটিং ১১৮.৯৩। শীর্ষস্থানে উঠে আসা দক্ষিণ আফ্রিকার পয়েন্ট ৫০ ম্যাচে ৫,৯৫৭। রেটিং ১১৯.১৪। ফলে ০.২১ শতাংশে এগিয়ে দক্ষিণ আফ্রিকা। তবে ১ অক্টোবর নাগপুরে সিরিজের শেষ ম্যাচে ভারত যদি অস্ট্রেলিয়াকে হারিয়ে ৪-১ ফলে সিরিজ জেতে, তাহলে ফের শীর্ষস্থান দখল করবে।


গতকাল প্রথমে ব্যাট করে ৫ উইকেটে ৩৩৪ রান করে অস্ট্রেলিয়া। ৩৩৫ রানের টার্গেট তাড়া করতে নেমে শুরুটা ভাল করে ভারত। দুই ওপেনার অজিঙ্ক রাহানে (৫৩) ও রোহিত শর্মা (৬৫) ১০৬ রান যোগ করেন। এরপর হার্দিক পাণ্ড্য (৪১) ও কেদার যাদবও (৬৭) ভাল পারফরম্যান্স দেখান। কিন্তু তাঁরা দলকে জেতাতে পারেননি। অস্ট্রেলিয়ার বোলাররা নিয়মিত উইকেট তুলে নিয়ে দলকে জেতান।

সিরিজের প্রথম তিনটি ম্যাচ জেতার পর চতুর্থ ম্যাচে বোলিং বিভাগে তিনটি বদল করে ভারত। এই পরিবর্তনের ফল ভাল হয়নি। টানা ৯ ম্যাচ জেতার পর হেরে গেল ভারত। দেশের প্রথম অধিনায়ক হিসেবে একদিনের আন্তর্জাতিক ম্যাচে টানা ১০টি জয় পেলেন না বিরাট কোহলি।