ইনদওর: তিনি বিবাহবন্ধনে আবদ্ধ হয়েছেন। আথিয়া শেট্টির (Athiya Shetty) সঙ্গে তাঁর বিয়ে সারা দেশের নজর কেড়ে নিয়েছিল। কিন্তু বাইশ গজে দুঃসময় কাটছে না কে এল রাহুলের (KL Rahul)। তাঁর ব্যাটে রানের খরা। অস্ট্রেলিয়ার (Ind vs Aus) বিরুদ্ধে প্রথম দুই টেস্টে ভারতীয় দলের সহ অধিনায়ক ছিলেন। কিন্তু শেষ দুই টেস্টের দলে তাঁকে সহ অধিনায়কের পদ থেকে সরিয়ে নেওয়া হয়েছে। প্রশ্ন উঠে গিয়েছে টেস্ট দলে রাহুলের জায়গা নিয়েও।


রাহুলের টেস্ট ভবিষ্যৎ কী? অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ইনদওরে বুধবার থেকে শুরু ভারত-অস্ট্রেলিয়া তৃতীয় টেস্ট। তার আগের দিন সাংবাদিক বৈঠকে সরাসরি এই প্রশ্নের মুখে পড়লেন জাতীয় দলের উইকেটকিপার-ব্যাটার কে এস ভরত। কী বললেন ভরত? বললেন, 'এটা আমার সিদ্ধান্ত নয়। টিম ম্যানেজমেন্টের সিদ্ধান্ত।' ভরতের যে কথায় ধোঁয়াশা আরও বেড়ে গেল।


একটা অংশ থেকে দাবি তোলা হচ্ছে যে, শুভমন গিল পারফর্ম করেও মাঠের বাইরে অপেক্ষায় রয়েছেন। রোহিত শর্মার সঙ্গে ওপেন করানো হচ্ছে ছন্দ হারানো রাহুলকে। প্রশ্ন উঠছে, কেন দুরন্ত ফর্মে থাকা শুভমনকে সুযোগ দেওয়া হবে না? কেন বারবার ব্যর্থতা সত্ত্বেও খেলানো হবে রাহুলকে? শুভমনের টেস্ট ভবিষ্যৎই বা কী? যদিও ভরত সেই প্রশ্নও এড়িয়ে গিয়েছেন। জানিয়েছেন, পুরোটাই টিম ম্যানেজমেন্টের সিদ্ধান্ত।


সঙ্গে ভরত বলেছেন, 'আমি নিজের দায়িত্ব উপভোগ করছি। অশ্বিন ও জাডেজা বিশ্বমানের স্পিনার। তবে ঘরোয়া ক্রিকেটে উইকেটকিপিং করার পর, ১০-১২ বছর কাটিয়ে ফেলার পর আর খুব কঠিন লাগে না। ঘরোয়া ক্রিকেটে বেশিরভাগ স্পিনারই খুব ভাল। তাই টেস্টে অশ্বিন-জাডেজাকেও কিপ করতে সমস্যা হয় না।' যোগ করেছেন, 'প্রত্যেক বলে সমান মনঃসংযোগ করতে হয়। উইকেটকিপারের কাছে সোজা বল বা কঠিন বল বলে কিছু হয় না। ক্রিকেটার হিসাবে সব সময় সুযোগ কাজে লাগাতে চাই।'


ভারত-অস্ট্রেলিয়া টেস্ট সিরিজের উইকেট নিয়ে চর্চা চলছে। অস্ট্রেলিয়ার সংবাদমাধ্যমের দাবি, নিজেদের পছন্দের পিচে খেলতে চাইছে ভারত। ভরত বলেছেন, 'এই ধরনের পিচে খেলা মোটেও সমস্যা নয়। তবে শট নির্বাচনে অনেক বেশি সতর্ক থাকতে হয়। নিজেদের রক্ষণে ভরসা করাটা গুরুত্বপূর্ণ।'


অস্ট্রেলিয়ার বিরুদ্ধে চার টেস্ট ম্যাচের সিরিজে ২-০ এগিয়ে রয়েছে ভারত। সেই সঙ্গে নিশ্চিত হয়ে গিয়েছে যে, বর্ডার-গাওস্কর ট্রফি ভারতেই থাকছে। সে শেষ দুই টেস্টের ফল যাই হোক না কেন। কারণ, শেষবার এই ট্রফি জিতেছিল ভারত। পরের দুই টেস্ট অস্ট্রেলিয়া জিতে সিরিজ অমীমাংসিত করে ফেললেও ট্রফি থেকে যাবে টিম ইন্ডিয়ার কাছেই। ১ মার্চ ইনদওরের হোলকার স্টেডিয়ামে শুরু হবে তৃতীয় টেস্ট।


আরও পড়ুন: স্পিনারের বলে মুখে চোট, পড়ল সেলাই, বাংলার উইকেটকিপারকে নিয়ে আশ্বস্ত করল দিল্লি ক্যাপিটালস