সিডনি: ভারতের বিরুদ্ধে টেস্ট সিরিজের আগে বড় ধাক্কা খেল অস্ট্রেলিয়া (Ind vs Aus)। নাগপুরের প্রথম টেস্ট থেকে ছিটকে গেলেন দলের অন্য়তম সেরা পেসার মিচেল স্টার্ক (Mitchell Starc)। তবে ভারতের বিরুদ্ধে চার টেস্ট ম্যাচের সিরিজের দলে রাখা হয়েছে স্টার্ককে। দলে রয়েছেন চার স্পিনার। যাঁদের মধ্য়ে রয়েছেন নবাগত অফস্পিনার টড মারফি। যিনি এখনও আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক ঘটাননি।                                                              


কী হয়েছে স্টার্কের?                                          


অজি শিবিরের খবর, দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে বক্সিং ডে টেস্টের সময় তাঁর আঙুলে যে চোট লেগেছিল, যে কারণে তিনি তৃতীয় টেস্টে খেলতে পারেননি, সেই চোটই ভোগাচ্ছে স্টার্ককে। বুধবার অস্ট্রেলিয়ার নির্বাচকেরা জানিয়েছেন যে, স্টার্ক প্রথম টেস্টে খেলতে পারবেন না। ৯ ফেব্রুয়ারি থেকে যা নাগপুরে শুরু হওয়ার কথা। আপাতত অস্ট্রেলিয়া দলের সঙ্গে স্টার্ক আসছেনও না। তিনি দিল্লিতে দ্বিতীয় টেস্টের আগে দলে যোগ দেবেন।                            


ভারতের মাটিতে বরাবরই বাড়তি সুবিধা পান স্পিনাররা। যে কারণে দলে রাখা হয়েছে চার স্পিনারকে। নাথান লায়ন, অ্যাশটন আগর, মিচেল সোয়েপসন ও মারফি। মার্কাস হ্যারিসকে পাওয়া যায়নি। বাড়তি ব্যাটার হিসাবে রাখা হয়েছে ম্যাট রেনশ ও পিটার হ্যান্ডসকম্বকে। কোনও বাড়তি উইকেটকিপার রাখা হয়নি। কোনও কারণে অ্যালেক্স ক্যারি চোট পেলে তাই কিপিং করবেন হ্যান্ডসকম্ব।


 






অস্ট্রেলিয়ার পুরো দল: ডেভিড ওয়ার্নার, উসমান খাওয়াজা, মার্নাশ লাবুশেন, স্টিভ স্মিথ (সহ অধিনায়ক), ট্রাভিস হেড, ম্যাট রেনশ, পিটার হ্যান্ডসকম্ব, অ্যালেক্স ক্যারি (উইকেটকিপার), ক্যামেরন গ্রিন, অ্যাশটন আগর, নাথান লায়ন, মিচেল সোয়েপসন, টড মার্ফি, প্যাট কামিন্স (অধিনায়ক), মিচেল স্টার্ক, জশ হ্যাজলউড, স্কট বোল্যান্ড ও লান্স মরিস।


আরও পড়ুন: পন্থ আইপিএলে নেই, দিল্লির নতুন অধিনায়কের নাম ঘোষণা শীঘ্রই, এবিপি লাইভের প্রশ্নে বললেন সৌরভ