বেঙ্গালুরু: নাগপুরে ৯ ফেব্রুয়ারি শুরু হচ্ছে বর্ডার-গাওস্কর (Border-Gavaskar) ট্রফির প্রথম টেস্ট। রোহিত শর্মাদের (Rohit Sharma) বিরুদ্ধে সিরিজ খেলতে ভারতে পৌঁছে গিয়েছে অস্ট্রেলিয়া ক্রিকেট দল। আর ভারতে পৌঁছেই বাকযুদ্ধ শুরু করে দিলেন অস্ট্রেলিয়ার অধিনায়ক প্যাট কামিন্স (Pat Cummins)। দুই দলের স্পিনারদের নিয়ে হইচই হচ্ছে। যদিও কামিন্স গতির জুজু দেখাতে শুরু করে দিয়েছেন। জানিয়েছেন, তাঁদের পেসাররা সব ধরনের পিচে আগুন ছোটাতে পারেন।
ভারতীয় স্পিনারদের সামলানোর জন্য বিশেষ প্র্যাক্টিস করছে অস্ট্রেলিয়া। যদিও অজি অধিনায়ক প্যাট কামিন্স সিরিজ শুরুর আগেই ভারতকে প্রচ্ছন্ন হুমকি দিয়েছেন।
ভারতে পা রাখার পর প্যাট কামিন্স শনিবার প্রথম সাংবাদিকদের মুখোমুখি হন। বলেছেন, 'দু'একজন স্পিনার নিয়ে আলোচনা চলছে ঠিকই। তবে ভুলে যাবেন না, আমাদের জোরে বোলাররা সব কন্ডিশনেই ভয়ঙ্কর হতে পারে। এমনকী, সিডনির উইকেটে কার্যত পেসারদের জন্য সেরকম সাহায্যই ছিল না। সেখানেও আমাদের পেসাররা কার্যকরী ভূমিকা নিয়েছে।'
অস্ট্রেলীয় পেসার কামিন্স নিজেও ফাস্টবোলার। তিনি বলেছেন যে, তাঁর দল স্পিন বিভাগ নিয়ে উদ্বিগ্ন নয়। কারণ, টেস্ট সিরিজে অভিজ্ঞ অফস্পিনার নাথান লায়নকে সাহায্য করার জন্য তাঁদের হাতে বিকল্প রয়েছে। অস্ট্রেলিয়া দলে মিচেল সুইপসনের সঙ্গে রয়েছেন অ্যাস্টন আগর। আর সঙ্গে নাথান লায়ন তো আছেনই। কামিন্স বলেছেন, ‘আমাদের দলে (মিচেল) স্টারসি ফিরে আসার পর ফিঙ্গার স্পিন, রিস্ট স্পিন, বাঁ-হাতি পেস সহ অনেক বিকল্প রয়েছে। আমরা এমন বোলারদের বাছাই করব, যারা ২০ উইকেট তুলে নিতে পারবে'
ভারতে পৌঁছে বেঙ্গালুরুতে প্রস্তুতি শিবির করেছে অস্ট্রেলিয়া। সেখান থেকে সোমবার নাগপুরে যাওয়ার পরিকল্পনা রয়েছে তাঁদের।
কোহলির জন্য দাওয়াই
হাতে আর মাত্র ৪ দিন। ৯ ফেব্রুয়ারি থেকে নাগপুরে শুরু হচ্ছে ভারত-অস্ট্রেলিয়া (Ind vs Aus) প্রথম টেস্ট। আসন্ন টেস্ট সিরিজে ভারতীয় দলের ব্যাটিং অনেকটাই নির্ভর করে থাকবে বিরাট কোহলির (Virat Kohli) ওপর। ব্যাট হাতে কোহলি কেমন করেন, দেখতে মুখিয়ে ভারতীয় ক্রিকেটপ্রেমীরাও।
ইদানীং স্পিনের বিরুদ্ধে কোহলির দুর্বলতা চোখে পড়ছে অনেকের। মনে করা হয়, পেসারদের বিরুদ্ধে কোহলি যেরকম দাপট দেখান, স্পিনারদের সামনে ততটা সপ্রতিভ নন। অস্ট্রেলিয়া দলে নাথান লায়নের মতো স্পিনার আছেন। ভারত-অস্ট্রেলিয়া টেস্ট সিরিজের সম্প্রচারকারী চ্যানেল স্টার স্পোর্টসের একটি অনুষ্ঠানে প্রাক্তন অলরাউন্ডার ইরফান পাঠান (Irfan Pathan) জানিয়েছেন, স্পিনারদের বিরুদ্ধে আগ্রাসী ব্যাটিং করা উচিত কোহলির।
আরও পড়ুন: ABP Exclusive: রঞ্জি ট্রফির সেমিফাইনাল 'ঘরের মাঠে' খেলতে পারে বাংলা!