শতরান ফসকালেও তাঁর যে ইনিংসের সুবাদে আপাতত সোশ্যাল মিডিয়ায় ট্রোলিংয়ের মুখে রিকি পন্টিং। ঋষভ ফিরে গেলেও অর্ধশতরান সম্পূর্ণ করে ভারতকে টানছেন চেতেশ্বর পূজারা। দিনের প্রথম সেশনেই পন্থের দাপটে ১ উইকেট হারিয়ে ১০৮ রান তোলে ভারত। লাঞ্চের আগেই ভারতের স্কোর পৌঁছে যায় ৩ উইকেটে ২০৬ রানে। শেষমেশ ভারতের ২৫০ রানের মাথায় পন্থ ফিরে গেলেও পূজারার সঙ্গে তাঁর ১৪৮ রানের পার্টনারশিপে ম্যাচে পাল্টা লড়াইয়ের মঞ্চ পেয়ে গিয়েছে ভারত।
সিডনিতে তৃতীয় টেস্টের শেষদিনের শুরুতেই সাজঘরে ফিরে গিয়েছিলেন অধিনায়ক আজিঙ্কা রাহানে (৪)। প্রথম ইনিংসে ব্যাট করার সময় কনুইয়ে চোট পাওয়ায় অস্ট্রেলিয়ার দ্বিতীয় ইনিংসে কিপিং করতে না পারলেও চাপের মুখে পন্থকে এদিন উপরে ব্যাটিং করতে পাঠানো হয়। সুযোগ পেয়ে হতাশ করেননি পন্থও। একবার মাঝে লায়নের বলে ফার্স্ট স্লিপে স্টিভ স্মিথ তাঁর ক্যাচ ফসকানোর পর আর ফিরে তাকাননি তিনি।
ঋষভ পন্থের ঝোড়ো ব্যাটিংয়ের জেরে ট্রোলিংয়ের শিকার তাঁর আইপিএল দল দিল্লি ক্যাপিটালসের কোচ রিকি পন্টিং। প্রাক্তন অজি ব্যাটসম্যান বলেছিলেন দ্বিতীয় ইনিংসে ভারতের স্কোর দুশো রানের গণ্ডিও টপকাতে পারবে না। কিন্তু পন্থের ব্যাটিং তাণ্ডবে লাঞ্চের আগেই ২০০-পেরিয়ে যায় ভারত। তারপরই শুরু হয় পন্টিংয়ের নিয়ে ট্রোল। যে মশকরায় নাম লেখান বীরেন্দ্র সহবাগও। আইপিএলের মাঝে পন্টিংয়ের সাক্ষাৎকারের সময় পন্থের পিছন থেকে উঁকি দেওয়ার ছবি পোস্ট করে খোঁচা দেন তিনিও।
ভারতীয় ব্যাটসম্যানদের যে ইনিংস দেখে অবশ্য পিচ-অজুহাত খাড়া করেছেন পন্টিং। প্রবল ট্রোলিংয়ের মুখে পড়ে পন্টিং বলেছেন, 'ভারত ২০০ টপকানো বলার কারণ যেটা ছিল, তেমনটা হয়নি। পিচ যতটা খারাপ হবে বলে ভেবেছিলাম, তেমনটা হয়নি। আর আপাতত পিচ যেরকম, তাতে একদম সঠিক মানসিকতা নিয়ে ব্যাটিং করেছে পন্থ।'